বেলাগুলি হারিয়েছিল ঠিক সূর্য যখন উঠে! ওই, ওই ওপাশ জানালার গায়ে লেগে থাকা মাধবীলতার সাথে! যেখানে বেলা গড়িয়ে সূর্যাস্ত চুমু এঁকে যায়। দিনের তুমুল হট্টগোলে, ক্লান্ত দুপুরের এলোমেলো হাওয়ায় বেলাগুলি ফুরিয়ে যাচ্ছিল।
ডাইরির নির্জীব পাতায় শব্দবন্দি অনুভূতির পংক্তিমালা, সেই কবেই ফানুস বানিয়ে উড়িয়েছিলাম! হারিয়ে যাওয়া বেলাগুলি থেকে শুধু কতক নির্মল ভালবাসাগুলিই আছে এখনও। প্রায়শই তারা হানা দেয়, ভালো রাখবার গোপন মন্ত্র নিয়ে। তবুও...
দিন গড়ায়, বেলা ফুরায়। আমিও কী ফুরাই, মোহিনী!!
মন্তব্য করুন