দেখিস নে মা ওমন করে
আমার চোখের জল,
কেমন করে ওদের মতো
হাসবো আমি বল।
নন্দী গ্রামের মেয়ে আমি
বৈশাখী মোর নাম।
বৈশাখ এলেই মনে পড়ে
গ্রাম বাংলার গান।
বাপ মরলো যুদ্ধে গিয়ে
বোনকে পাই না খুঁজে,
আমি রইলাম তোরই বুকে
সকল ব্যাথার মাঝে।
বৈশাখের ওই প্রথম দিনে
ড্রোনের খেলা চলে,
আমার দেশের খেলা আমি
ভুলি মনে মনে।
আজও আছে কত কিছু
আমার দেশে সেরা,
জারি সারি ভাটির সুরে
মন করে উতলা।
বৈশাখেতে যায় না দেখা
নরেন গুড়ের পিঠা,
তালপাতার পাখাতো আজ
যায় না চোখে দেখা।
স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে
ডিজে গানের তালে,
নাচে সবাই একসাথে
বৈশাখের প্রথম দিনে।
বৈশাখ মানে আমার কাছে
আমার সংস্কৃতি
তুলে ধরো বিশ্বের কাছে
দেখবে বিশ্ববাসী।
মন্তব্য করুন