স্বপ্নভেলা...
.
বৃষ্টির শব্দে নদীজলে ভেসে যায় নিঃশব্দ নৌকা,
হাতে মিটিমিটি প্রদীপ, আলো জ্বালে পথের খোঁজে।
গভীর নীল আকাশে মেঘের বুক চিরে জ্বলে এক ফালি চাঁদ,
পালিয়ে বেড়ায় গহন রাত, দূরে দেখা যায় আলোর রেখা।
.
পালতোলা দিন ফুরায়,
রাতের আঁধারে ডাকে দূর পথ,
নির্জন দ্বীপের গাছেরা হেলে পড়ে ছায়াময় জলে।
প্রদীপের শিখা টলমল, নদী স্রোতে দোল খায়,
মাঝির চোখে ভাসে অজানা গন্তব্যের ছবি।
বৃষ্টি ঝরে, স্বপ্নগুলো ভাসে আলোর নৌকায়,
অন্ধকারে হারায় না পথ— হৃদয়ে বেঁচে থাকে আশা।
মন্তব্য করুন