নীল কাব্য
.
কল্পিত সরোবরে অঙ্কিত অয়ময়,
পুলকে কাঁপায় ভূলোক অহমের মায়ায়,
খচিত স্বপ্নে তুমি পুষ্পিত অধ্যায়-
বর্ণে বর্ণে সুবর্ণ মাধবী রাত,
ধূম্রজালে ঘেরা ধূসর কামনায়-
অনন্যা তুমি-আঁধারের অপ্সরী!
খেয়ালী স্বপ্নের আবেগী উপমা তুমি,
ছন্দের ঐন্দ্রজালিক ঝঙ্কার তোমার উদ্ভাসিত কণ্ঠে,
উল্লসিত হাসির আলোক বিভায়-
উজ্জ্বল তুমি- উচ্ছল কবিতা,
সৃষ্টির অহঙ্কারে দৃপ্ত এক তরুণ কবি আমি,
আবেগের শঙ্খচূড়ায় পেয়েছি খুঁজে সৃষ্টির শক্তি,
তোমাকে গড়েছি সাতটি রাতের অযুত দীর্ঘশ্বাসের-
নিযুত কোটি কষ্টের পৃষ্ঠা ছিঁড়ে,
লিখেছি নাম নীল পদ্মের সাতটি পাপড়িজুড়ে,
এই আমার ভালোবাসার নীলাভ পাঠ।
.
[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’-এর সঙ্গে কাজ করছেন।]
মন্তব্য করুন