একটি ক্যাফে আর বইয়ের দোকান,
সাগরের পাড়ে, শহরের এক কোণে,
ছিমছাম জীবনের ছন্দে বেঁধে রাখা দিনে।
.
কফির গন্ধে মিশে আছে বইয়ের কভার,
সাদা কাপের ভেতর ভাসে স্মৃতির স্বপ্ন,
বইয়ের পাতায় চলেছে চিন্তার ঝড়,
এক কাপ কফি, একটি ভালো বই, এক জীবন, ছোট্ট সুখের আনন্দ।
.
কাস্টমাররা নিয়মিত, তাদের মুখ চিনে নিচ্ছে কফি মেশানো স্বাদ,
বইয়ের মধ্যে হারানো মুহূর্তগুলো, মিথস্ক্রিয়ার পথ।
গল্পের প্রতিটি লাইন, কফির প্রতিটি চুমুক,
সাজানো দিনের সাথী, ছোট্ট স্বপ্নের প্রকাশ।
.
জীবনের সঙ্গী এই স্টোরের করিডরে,
আলোর নরম রেশে, স্নিগ্ধতার আলিঙ্গনে।
মধ্যাহ্নের প্রভাতে, গোধূলির ছায়ায়,
কফি ও বইয়ের এই শান্তি, অক্ষয় ছোঁয়ায়।
মন্তব্য করুন