বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকী স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ‘হুমায়ুন আজাদের দিবসের ডাক-একুশে বইমেলা হোক প্রকৃত সৃজনশীল লেখক ও প্রকাশকদের’ এই প্রতিপাদ্য নিয়ে এবার বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে লেখক প্রকাশক পাঠক ফোরামের আয়োজনে স্মরণসভা করা হয়।
সভায় বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আসলাম সানী, কবি মোহন রায়হান, অধ্যাপক মেসবাহ কামাল, হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ, হুমায়ূন আজাদের ভাই সাজ্জাদ কবীর, অনুপম প্রকাশনীর প্রকাশক প্রমুখ। সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর নির্বাহী ওসমান গনি।
স্মরণসভায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা বলেন, হুমায়ূন আজাদ ছিলেন বাংলাদেশের এক প্রবাদপ্রতিম ব্যক্তি তিনি যা করেছেন তার জন্য বাঙালি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেমন ৭ মার্চ বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার দেশের মানুষের অধিকার চাই। হুমায়ূন আজাদও ছিল সেই মাপের একজন প্রগতিশীল সৃজনশীল লেখক যিনি তার লেখার প্রতি শতভাগ সৎ ছিলেন।
সভার অন্যান্য বক্তারা বলেন, হুমায়ুন আজাদের হত্যাচেষ্টার বিচার অবিলম্বে বাস্তবায়ন এবং মৌলবাদ-জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতামুক্ত সমাজ-রাষ্ট্র গঠনের মাধ্যমেই তাকে যথাযোগ্যভাবে স্মরণ করা হবে।
মন্তব্য করুন