গত দুইদিনের চেয়ে আজ পাঠক দর্শনার্থী কম হলেও বিক্রি ছিল গত ছুটির দুইদিনের মতোই স্বাভাবিক। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের আদর্শ প্রকাশনীর সামনে ক্রেতাদের ভিড় ছিল। এই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বেশকিছু গবেষণাধর্মী বই। এই বইগুলো কিনতেই ভিড় করেছে তরুণ-তরুণীরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ছিল অমর একুশে বইমেলার ২৫তম দিন। এদিন বিকেল তিনটা থেকে খুলে দেওয়া হয় সাধারণ দর্শনার্থী ও পাঠকদের জন্য মেলার প্রবেশদ্বার।
বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উপচে পড়া ভিড় না থাকলেও সবার হাতে হাতে বই। যারা মেলায় এসেছেন বেশির ভাগই বই কিনে মেলা প্রাঙ্গণ ত্যাগ করছেন। এর ফলে খুশি লেখকরা। আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী আল-আমিন বলেন, আজ অনেক লেখক এসেছিলেন কিন্তু সেই তুলনায় ভিড় হয়নি মেলায়। তবে আমাদের স্টলে স্বাভাবিক বিক্রি ছিল।
মেলায় বই কিনতে আসা শিক্ষার্থী জাকিয়া সুলতানা বৃষ্টি কালবেলাকে বলেন, আজ মেলায় তুলনামূলক ভিড় কম। বিকেলে কোচিং শেষে কয়েকটি বই কিনতে আসলাম বান্ধবীকে নিয়ে। মেলার ভেতরের পরিবেশ আরও ভালো হতে পারত। মাইকে বলছে, বইমেলা ধূমপানমুক্ত কিন্তু মেলার মধ্যেই দেখলাম সিগারেট বিক্রি করছে ঘুরে ঘুরে। আবার ঝালমুড়ি, চানাচুর, কফি বিক্রি করছে মেলার ভেতরে অনেকে তা কিনে খাচ্ছেন এবং অবশিষ্ট প্যাকেট মেলা প্রাঙ্গণে ফেলছেন।
মন্তব্য করুন