বিখ্যাত মানুষদের ছেলেবেলার মজার সব গল্প বা ঘটনা নিয়ে তাপস রায়ের নতুন বই ‘গল্প নয় সত্যগল্প’। গল্পগুলো বানোয়াট গল্প নয়, সত্যগল্প। গল্পগুলো একদিকে যেমন মজার, অন্যদিকে ভীষণ অনুপ্রেরণাদায়ক। মূলত কিশোর-কিশোরীদের উপযোগী করে রচিত হয়েছে গল্পগুলো। একজন মানুষকে বড় হতে হলে কতসব চড়াই-উৎরাই যে পেরোতে হয় এক জীবনে তার প্রামাণ্য বয়ান এই বই। বড় মানুষেরা জীবনে বড় হবার সংগ্রামে, সফল হবার সংগ্রামে যে সংকট-সংঘাত-দারিদ্র্যসহ নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছেন, বইটিতে সেসব কাহিনি উঠে এসেছে। যা একজন কিশোর পাঠককে কষ্টসহিষ্ণু হতে শেখাবে, দৃঢ়চেতা হতে শেখাবে, স্বপ্ন দেখতে শেখাবে, ঘুরে দাঁড়াতে শেখাবে, সর্বোপরি শেখাবে অদম্য হতে। কোনো মানুষ এমনি এমনি সফল হয় না, বড় হয় না। বইটিতে উঠে এসেছে সফল ও বিখ্যাত মানুষের বাস্তব জীবনচিত্র, যে জীবনকে সঠিকভাবে উপলব্ধি ও অনুসরণ করলে সাফল্য আসবেই। এ কারণে গল্পগুলো প্রেরণার, উদ্দীপনারও। বইটিতে চমৎকার বৈঠকী গদ্যে নয়টি রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ূন আহমেদসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার অসাধারণ সত্যগল্পগুলো বর্ণিত হয়েছে। গল্পগুলো নতুন প্রজন্মকে দীপান্বিত করবে। চমৎকার একটি সহজ সরল বৈঠকী গদ্যে গল্পগুলো তুলে ধরা হয়েছে। গদ্য রচনায় লেখকের অনায়াস দক্ষতা যে কোনো পাঠককে ঝরঝরে তরতাজা অনুভবে প্লাবিত করবে। মূলত কিশোর-কিশোরীদের উপযোগী করে বইটি লেখা হলেও এটি একইসঙ্গে বড়দেরও বই।
এবারের বই মেলায় বইটি অর্জন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন লক্ষণ চন্দ্র নাথ। বইটির মূল্য রাখা হচ্ছে ৩০০ টাকা।
মন্তব্য করুন