নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৫তম জন্মদিন পালন উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজন ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক এবং সাধারণ সম্পাদক সাজু আহমেদ।
গুণীজনরা ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, শিল্পের প্রতিটি শাখায় তার অবাধ বিচরণ এবং উৎকর্ষ সাধনে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সকল শিল্পের শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি গণজাগরণের শিল্প আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
তারা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সাংস্কৃতিক গণজাগরণ তৈরিতে তিনি অনন্য ভূমিকা পালন করছেন। লিয়াকত আলী লাকীকে উত্তরীয় পরিয়ে ‘নৃত্যাচার্য বুলবুল আজীবন সম্মাননা স্মারক’ প্রদান করেন গুণীজনরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশাপাশি লিয়াকত আলী লাকী গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সহসভাপতি, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যসহ বহুমাত্রিক সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।
মন্তব্য করুন