দেশের তরুণ, যুব ও অভিজ্ঞ অ্যাডভোকেসি এবং যোগাযোগ সংশ্লিষ্ট কাজে নিবেদিত কর্মীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট কম্যুনিকেশন কনক্লেভ’ এ সময়ের আলোচিত কবি মনজুর রশীদ-এর দুটি নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত এই আয়োজনে অমর একুশে বইমেলাকে ঘিরে তার লেখা নতুন প্রকাশিত বই দুটি হয়েছে। বই দুটির নাম ‘দৃশ্যমান জনস্রোতে অদৃশ্য দৃশ্যমানতা’ ও ‘অনুভূতির উঠান জুড়ে’। যা প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আল-জাজিরার বাংলাদেশ প্রতিনিধি তানভীর এ চৌধুরী, দীপ্ত টিভির চিফ নিউজ এডিটর এস এম আকাশ, বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশন্স-এর পরিচালক আপন আহসান ও ত্রপা মজুমদার, পিকেএসএফ-এর অতিরিক্ত মহাপরিচালক ফজলুল কাদের প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেশের অন্যতম উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল।
বই দুটি প্রসঙ্গে কবি ও লেখক মনজুর রশীদ বলেন, এই কাব্যগ্রন্থ দুটি চলমান সময়ের একটা ভার্চূয়াল ডায়েরির মত। দীর্ঘ সময় ধরে বহমান এই পুঁজিবাদী সমাজে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালো থাকা-মন্দ থাকা, প্রেম-বিরহ, আবেগ-উদ্দীপনা, মানবিক ভিন্নতা, কল্পনা বিলাসিতা কিংবা নিঃসঙ্গতার আগ্রাসন ইত্যাদি যেমন মানুষের জীবনবোধে অনেক রকমের পরিবর্তন এনে দিচ্ছে– একইসঙ্গে চলমান নষ্ট রাজনীতির চক্করে পড়ে ক্রমাগতভাবে চারদিকে অসাধু, ভণ্ড ও তোষামোদকারীদের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এর ফল হিসেবে সমাজে দ্বৈতনীতি, বৈষম্য, তথাকথিত দৃশ্যমানতার আড়ালে অদৃশ্য সামাজিক অসামঞ্জস্যতাসমূহ নাগরিক হিসেবে আমরা অনেকেই সেভাবে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছি না।
তিনি আরও বলেন, এই বই দুটির কবিতাগুলোতে একদিকে যেমন জীবনলব্ধ অনেক বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন যেমন প্রেম নিয়ে আর্তনাদ, হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতিগাঁথা, অন্তরের মাঝে বয়ে চলা প্রমত্ত ঢেউ, সমাজে বিচিত্র সব চরিত্রের চিত্রণ এসব যেমন স্থান পেয়েছে- আবার অন্যদিকে মানুষের উপলব্ধিতে থাকা দ্রোহ-দ্রাহ-সংগ্রাম এর কথাও উচ্চারিত হয়েছে।
বই দুটি পাওয়া যাচ্ছে একুশের বইমেলার মূর্ধন্য প্রকাশনীর ৬৩৩ ও ৬৩৪ নং স্টলে।
মন্তব্য করুন