সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন চারুকলা শিক্ষার্থীকে নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হলো ৭ দিনব্যাপী টেরাকোটা কর্মশালা।
একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালায় প্রাচীন বাংলার হাজার বছরের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ টেরাকোটা নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
৭ দিনব্যাপী এ কর্মশালা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উন্মুক্ত বিষয়ে প্রত্যেক শিক্ষার্থী ৭টা করে টেরাকোটা নির্মাণ করবে।
সংগ্রহকৃত টেরাকোটাগুলো নিয়ে পরবর্তীতে প্রদর্শনীর আয়োজন করা হবে।
মন্তব্য করুন