যুক্তরাষ্ট্রের পাইক রোড আর্টস সেন্টারে বাংলাদেশি শিল্পী ড. সীমা ইসলামের ৯ দিনব্যাপী তৃতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী শেষ হয়েছে। ‘still Color, Moving Dreams’ শীর্ষক এ প্রদর্শনী গত ২৯ মার্চ শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলে।
ড. সীমা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত পাইক রোড আর্ট সেন্টারে আর্টিস্ট-ইন-রেসিডেন্স প্রোগ্রামে নিয়োজিত ছিলেন। পাইক রোড শহরে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিল্পকর্ম নান্দনিকতা নিয়ে স্থানীয় জনগণের মাঝে একজন শিল্পী ও শিক্ষিকা হিসেবে তার প্রতিভা ও নিষ্ঠার গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। এই সময়ের মধ্যে তিনি নিছক একজন অতিথি শিল্পী নন, বরং বাংলাদেশি ঐতিহ্য ও আমেরিকান সংস্কৃতির মধ্যে হয়ে উঠেছিলেন একটি সেতুবন্ধ।
তার রেসিডেন্সির সময় ড. ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমূর্ত শিল্পকর্ম বিষয়ক শিল্পকর্মের রূপ ও ভাবনাকে তুলে ধরেন। স্থানীয় শিল্পী, শিক্ষার্থী ও কমিউনিটির অংশগ্রহণে কর্মশালাগুলো পরিণত হয় আন্তঃসাংস্কৃতিক ভাবনার উর্বর ক্ষেত্র হিসেবে, যেখানে সৃজনশীলতা ও সংলাপ একাকার হয়ে ওঠে।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, শিল্পানুরাগী, শিক্ষাবিদ ও ম্যাক্সওয়েল এয়ার ফোর্স বেসের অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শিল্পীর বিমূর্ত শিল্পকর্মে প্রকাশিত আবেগ, ব্যঞ্জনা ও সাংস্কৃতিক অভিব্যক্তির গভীর প্রশংসা করেন। তার ক্যানভাসে বাংলাদেশি রঙ ও নিদর্শন যেমন প্রতিফলিত হয়েছে, ঠিক তেমনি ধরা দিয়েছে আলাবামার প্রকৃতির নিসর্গ।
ড. ইসলামের অনন্য শিল্পসাধনার স্বীকৃতি হিসেবে পাইক রোডের মেয়র গর্ডন স্টোন এবং আর্টস কাউন্সিলের পরিচালক ড. প্যাটি পেইন তার হাতে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি পাইক রোড আর্টস কাউন্সিল আয়োজিত তিন দিনব্যাপী প্লেইন-এয়ার আর্ট প্রদর্শনীতে পিপল’স চয়েস অ্যাওয়ার্ডে ৩য় স্থান অর্জন করেন।
মন্তব্য করুন