চলতি বছরের জন্য জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন ৩ কবি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান।
এবার কবিতা বিভাগের পুরস্কার প্রদান করা হয় মতিন বৈরাগীকে। শিশু সাহিত্য বিভাগে ‘ফয়েজ আহমেদ পুরস্কার’ প্রদান করা হয় বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হাসান হাফিজকে। এ ছাড়া জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় জুলফিকার হোসেন তারাকে। এসময় পুরস্কারপ্রাপ্ত কবিদের হাতে সম্মাননা স্মারক ছাড়াও পুরস্কারের অর্থমূল্য হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় এতে ধন্যবাদ জ্ঞাপন করেন শাহীন রেজা, আবু সালেহ ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত কবিদের হাতে পুরস্কার তুলে দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা গোলাম রহমান, শহীদ আলভীর বাবা আবুল হাসান ও শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার।
অনুষ্ঠানে মোহন রায়হান বলেন, বিগত সময়ে পতিত স্বৈরাচার সরকার ক্ষমতায় এসে জোড়পূর্বক কবিতা পরিষদ দখল করে। এসময় কবি নামধারী ভণ্ড প্রতারকদের সব সুযোগ সুবিধা দেওয়া হয়। এসময় তিনি কবিতা পরিষদ ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
নুরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ সময় পর বিপ্লবী মানুষরা কবিতা পরিষদ পুনরুদ্ধার করেছেন। বাংলাদেশের নির্দিষ্ট কিছু কবি ছাড়া সবাই বিপ্লবী চেতনা নিয়ে কবিতা চর্চা করে গেছেন। যেসব কবিদের কবিতা সরকার নয় বরং জনগণ পছন্দ করে কবিতা পরিষদ তাদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে।
কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, কিছু কবি সাহিত্যিক বাদে সবাই অন্যায় স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। সরকার সবসময় যোগ্য লোকদের সম্মানিত করতে পারে না। তাই জাতীয় কবিতা পরিষদ তাদের সম্মান জানাতে চায়।
মন্তব্য করুন