কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদ রানার বই ‘আত্মনিরীক্ষণ’

নাহিদ রানা ও তার বই আত্মনিরীক্ষণ। ছবি : সংগৃহীত
নাহিদ রানা ও তার বই আত্মনিরীক্ষণ। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নাহিদ রানার বই ‘আত্মনিরীক্ষণ’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

লেখক নাহিদ রানা বলেন, সাহিত্য শুধু শব্দের বিন্যাস নয়, এটি হৃদয়ের অনুভূতি, সমাজের প্রতিচিত্র, আত্মোপলব্ধির এক অনন্য মাধ্যম। আমার লেখালেখির মূল উদ্দেশ্য কখনোই শুধু কাব্যিক সৌন্দর্য সৃষ্টি করা নয়, বরং জীবনের গভীর সত্য, সমাজের অসংগতি ও মানুষের মনের কথা তুলে ধরা।

তিনি বলেন, আমার প্রথম কাব্যগ্রন্থ ‘Dreams Unleashed Happiness Blooms’ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় আমি কৃতজ্ঞ। এটি শুধু আমার একক অর্জন নয়, এটি আমার পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সমালোচকদের সম্মিলিত ভালোবাসার প্রতিফলন। সাহিত্য যখন মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, তখন তা কেবল একটি বই নয়, বরং সময়ের সাক্ষী হয়ে ওঠে।

২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত ‘আত্মনিরীক্ষণ’ আমার হৃদয়ের বিশেষ এক অনুভূতির প্রকাশ। এই গ্রন্থে আমি প্রেম-বিরহ, প্রতিবাদ, ন্যায়বিচার, সামাজিক বৈষম্য এবং জীবনের গভীর দুঃখ-সুখের স্পন্দন তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এমন এক সময় অতিক্রম করছি, যেখানে ভার্চ্যুয়াল জীবনের প্রভাব, অভাব-অধ্যবসায়, নারীর মহিমা এবং একটি চমৎকার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের চিন্তায় গভীরভাবে নাড়া দিচ্ছে।

একজন লেখক তখনই সফল, যখন তার লেখা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়, তাদের ভাবায়, নতুন করে চিন্তা করতে শেখায়। আমি ভাগ্যবান, কারণ আমার লেখনী আপনাদের মনে পৌঁছাতে পেরেছে। পাঠকদের উৎসাহ, ভালোবাসা ও সমালোচনা আমার সৃজনশীলতার অনুপ্রেরণা।

আমি আশা করি, ‘আত্মনিরীক্ষণ’ আপনাদের ভাবনার জগতে নতুন আলো ছড়াবে, আপনাদের আত্মোপলব্ধির দরজা খুলে দেবে। এই পথচলায় আমার পাশে থাকার জন্য আমি সকল পাঠক, প্রকাশক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে প্রকাশক আব্দুল হাকিম নাহিদ বলেন, সাহিত্য এমন একটি শক্তি, যা শুধু অনুভূতি জাগ্রত করে না, বরং মানুষের চিন্তার গভীরতম স্তরকে নাড়া দেয়। বাংলা সাহিত্যে এমনই এক আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছেন কবি নাহিদ রানা। তার সাহিত্যকর্ম কেবলমাত্র শব্দের মাধুরী নয়, বরং জীবনের বাস্তবতা, অনুভূতির সূক্ষ্মতম প্রকাশ এবং সমাজের গভীর পরিবর্তনের বার্তা বহন করে। আমরা অত্যন্ত গর্বিত যে, আমাদের প্রকাশনার মাধ্যমে এমন একজন প্রতিভাবান কবির অনবদ্য সৃষ্টি পাঠকের হাতে তুলে দিতে পেরেছি।

কবি নাহিদ রানা শৈশব থেকেই ইতিবাচক মনোভাব ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সকলের প্রিয় হয়ে উঠেছেন। শিক্ষা ও জ্ঞানের প্রতি তার অপরিসীম আগ্রহ তাঁকে একাধারে একজন শিক্ষক, গবেষক ও সমাজসচেতন সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবনসংগ্রাম ও অর্জন শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং তা এক অনুপ্রেরণার প্রতিচিত্র।

দীর্ঘ নয় বছর বাংলাদেশ সেনাবাহিনীতে দেশসেবার পর তিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য অধ্যাপনা ও আইনচর্চার পথ বেছে নিয়েছেন। তার সাহিত্যকর্মেও এই প্রজ্ঞা ও অভিজ্ঞতার ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

কবির প্রথম কাব্যগ্রন্থ ‘Dreams Unleashed Happiness Blooms’ আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। সাহিত্য শুধু শব্দের বিন্যাস নয়, বরং চিন্তার গভীর প্রকাশ—এই সত্যকে প্রমাণ করেছেন কবি নাহিদ রানা। মানবতা, প্রেম, আত্ম-উপলব্ধি এবং স্বপ্নবোধের মেলবন্ধনে রচিত এই গ্রন্থের জন্য তিনি ভারত থেকে মাদার তেরেসা পুরস্কার লাভ করেন, যা তার লেখনী শক্তির অনন্য স্বীকৃতি।

২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার নতুন কাব্যগ্রন্থ ‘আত্মনিরীক্ষণ’ এক অনন্য সাহিত্যকর্ম। এই গ্রন্থে তিনি শুধু কাব্যের সৌন্দর্যই তুলে ধরেননি, বরং সমাজের অন্তর্নিহিত বাস্তবতা, প্রতিবাদ, ন্যায়বিচার, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছেন।

‘আত্মনিরীক্ষণ’ শুধু কবিতার সংকলন নয়, এটি এক গভীর জীবনবোধের প্রতিফলন। এখানে পাঠক জুলাই বিপ্লবের অনুরণন, ভার্চ্যুয়াল জীবনের প্রভাব, অভাব ও অধ্যবসায়, নারীর মহিমা এবং একটি চমৎকার বাংলাদেশের স্বপ্ন দেখতে পাবে। কবির লেখনী শুধু কল্পনার জগতে বিচরণ করে না, বরং বাস্তবের মাটিতেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। প্রতিটি কবিতা পাঠককে নতুন করে ভাবতে শেখাবে, অনুভব করাবে জীবনের গভীর সত্যগুলো।

বইয়ের প্রকাশ আব্দুল হাকিম নাহিদ আরও বলেন, একজন প্রকাশক হিসেবে আমরা মনে করি, সাহিত্যের মূল দায়িত্ব হলো মানুষকে আলোকিত করা, তাদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করা। নাহিদ রানা সেই বিরল প্রতিভাদের একজন, যার লেখনী আমাদের সমাজ, সংস্কৃতি ও মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তার কাব্যগ্রন্থ পাঠকের হৃদয়ে আলো ছড়িয়ে দেবে, তাদের চিন্তার নতুন দ্বার উন্মোচন করবে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘আত্মনিরীক্ষণ’ কেবল একটি কাব্যগ্রন্থ নয়, এটি এক নতুন আন্দোলন, এক নতুন ধারা—যা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় রচনা করবে। কবি নাহিদ রানার ভবিষ্যৎ সাহিত্যকর্মের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা থাকবে এবং আমরা আশা করি, তার সৃজনশীল পথচলা আরও সমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক হয়ে উঠবে।

নাহিদ রানার জন্য আমাদের শুভকামনা, সাহিত্যের আকাশে তার আলোকবর্তিকা চিরকাল দীপ্তিমান থাকুক।

কবি, গবেষক, আইনজীবী ও শিক্ষক নাহিদ রানা শুধু সাহিত্যিক নন, তিনি একাধারে মানবতার সেবক ও সমাজ পরিবর্তনের অগ্রদূত। তার লেখনী যেমন মানুষের চিন্তার জগতে আলো ছড়াচ্ছে, তেমনই তার মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। ইতোমধ্যে তিনি একটি ইংরেজি ও একটি বাংলা কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং তাঁর গবেষণা প্রবন্ধ আমেরিকার দুটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, যা তার সৃজনশীলতা ও গভীর চিন্তার প্রতিফলন।

কেবল সাহিত্যচর্চায় নয়, সমাজসেবায়ও তিনি সক্রিয়ভাবে যুক্ত। প্যানাসিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি মানবকল্যাণমূলক সংস্থা তিনি ও তার আত্মীয়স্বজনের উদ্যোগে পরিচালনা করছেন, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একুশে ফেব্রুয়ারি পালন

খুবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই : রাশেদ প্রধান

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

সীমান্ত নিয়ে বৈঠকে একমত হলো না বিজিবি-বিএসএফ

নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ‘মানি এসকর্ট’ সেবা দেবে ডিএমপি

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

প্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার

নরসিংদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১০

সাধারণ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত : ছাত্রদল

১১

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১২

সিটি ব্যাংকে নিয়োগ, নেই কোনো বয়সসীমা

১৩

সেই সানজিদার প্রশংসা করলেন জামায়াত আমির

১৪

ভাষাশহীদ সালাম নগরে সর্বস্তরের মানুষের ঢল

১৫

ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর স্মরণে বইমেলা

১৬

এখনো মাথায় ৯টি গুলি বয়ে বেড়াচ্ছেন আলাউদ্দিন

১৭

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

১৮

ভোটকেন্দ্র নির্মাণের টাকা ‘প্রধান শিক্ষকের পকেটে’

১৯

জনগণের পক্ষের রাজনীতিবিদ কখনো পালায় না : রিজভী

২০
X