অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্প ও কথা সাহিত্যিক ডা. প্রিন্স ঘোষের জীবন গল্পের বই বিবর্ণ। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। এ বইটির প্রচ্ছদ করেছেন হিমেল ঘোষ।
ডা. প্রিন্স ঘোষ বলেন, একজন প্রেমিক, লেখক বা কবির অস্ত্রই হচ্ছে তার মস্তিষ্ক আর কলম। এই কলম দিয়েই পৃথিবীর বিচিত্র নিয়ম আর বিচিত্র ভালোবাসাকে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো সবার ভালো নাও লাগতে পারে। তবে এই বইয়ের মাধ্যমে আমার মস্তিষ্কে ঘুরে বেড়ানো ভাবনাগুলোই তুলে ধরেছি মাত্র। ‘বিবর্ণ’ মূলত আমার জীবন থেকে নেওয়া কিছু ঘটনা থেকে পাওয়া কিছু শিক্ষার প্রকাশ। গভীর আবেগ থেকে বের হয়েছে এই বিবর্ণ। বিবর্ণ আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশই বলা যায়।
এ বিষয়ে প্রকাশক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, ডা. প্রিন্স ঘোষ একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। বইমেলায় প্রকাশিত অন্যান্য তরুণ লেখকদের চেয়ে উনি ব্যতিক্রম ধারার লেখক। ওনার জীবন গল্প বইটি বিক্রির বাজারেও খুবই সাড়া জাগিয়েছে। ধীরে-ধীরে প্রিন্স ঘোষের ‘বিবর্ণ’ বইটি পাঠক নন্দিত হয়ে উঠছে।
প্রায় এক দশকের বেশি সময় ধরে ডা. প্রিন্স ঘোষ লেখালেখি ও সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিতে রেখেছেন। সাধারণ মানুষের খুব কাছাকাছি মিশে যাওয়ার প্রবণতা থেকেই লেখালেখির প্রতি আগ্রহটা জন্মে।
ছোট গল্প, জীবন গল্প লিখার পাশাপাশি ডা. প্রিন্স ঘোষ স্বেচ্ছাসেবী সংগঠক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি দেশে থাকাকালীন সময়ে ‘দৈনিক আগামীর সংবাদ’ নামে একটি অনলাইন পোর্টালে সহসম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
মন্তব্য করুন