কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

মিজানুর রহমান সোহেলের লেখা বই ‘বিক্রয় ম্যাজিক’। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান সোহেলের লেখা বই ‘বিক্রয় ম্যাজিক’। ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রির কার্যকর পদ্ধতি নিয়ে রচিত বই ‘বিক্রয় ম্যাজিক’এখন পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। ব্যবসায়ী, উদ্যোক্তা বা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে সময়োপযোগী একটি বই।

ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই ‘বিক্রয় ম্যাজিক’এবার পাওয়া যাচ্ছে বইমেলার ৩৭৭, ৩৭৮ এবং ৩৭৯ নম্বর স্টলে। এ ছাড়াও বইসদাই ডটকম, রকমারি ডটকম, প্রথমা ডটকম, ওয়াফি লাইফ ডটকমসহ দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

অনেকেই পরিকল্পনা করে ব্যবসায় নামলেও কাঙ্ক্ষিত বিক্রি পান না। বিপুল অর্থ খরচ করে বিজ্ঞাপন দিয়েও প্রত্যাশিত গ্রোথ অর্জনে ব্যর্থ হন। এমন ব্যবসায়ীদের জন্যই লেখা হয়েছে ‘বিক্রয় ম্যাজিক’। বইটিতে প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কৌশল, পণ্য বা সেবা বিক্রির সৃজনশীল পদ্ধতি এবং ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে।

বইটি পড়লে যে কেউ সুই থেকে বিমান পর্যন্ত সবকিছু যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন। টাক মাথার মানুষের কাছে কীভাবে চিরুনি বিক্রি করবেন কিংবা বরফে ঢাকা দেশে কীভাবে ফ্রিজ বিক্রি সম্ভব—এইসব উদ্ভাবনী কৌশল জানতে পারবেন। বইটিতে ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতার মন জয় করে এবং ক্রেতারা পণ্য কেনার সিদ্ধান্ত কীভাবে নেন, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

‘বিক্রয় ম্যাজিক’-এর লেখক মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল সম্পর্কে জানা যাবে। যেসব নতুন উদ্যোক্তারা ব্যবসা করার চিন্তা করছেন কিন্তু আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বাংলাদেশে ১০০ শতাংশ হালাল সাবান বিক্রির ইমোশনাল বিজ্ঞাপনটি দেশের সাবান ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়েছিল। এমন বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানা যাবে। পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যাবে ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে। নতুন উদ্যোক্তা ও পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি জাদুর মত কাজ করবে। বিক্রয় ম্যাজিক বইটি পড়লে ব্যবসায় অন্য সবার থেকে এগিয়ে থাকা যাবে বলে লেখক জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিযোগিতার দুনিয়ায় শুধু টিকে থাকাই যথেষ্ট নয়। যে কোনো ব্যবসা দ্রুত এবং স্থায়ী গ্রোথ বাড়াতে এগিয়ে থাকতে হবে। ক্রেতাদের কাছে এখন অসংখ্য বিকল্প রয়েছে। তাই এই সময়ে গতানুগতিক ব্যবসায়িক কৌশল কাজ করছে না। এমনকি কথিত ডিজিটাল মার্কেটিং দিয়েও এখন বিক্রি বাড়ানো সম্ভব হচ্ছে না। এআইয়ের যুগে এখন ব্যবসার নিত্য নতুন সিক্রেট জানা প্রয়োজন। বইটি বিলিয়ন ডলার বিক্রয় ও ব্যবসার সিক্রেট সম্পর্কে ধারণা দেবে। উদ্যোক্তা, সিএক্সও, ব্র্যান্ড প্র্যাক্টিশনার, বিজনেস লিডার, একাডেমিক বা কনসালটেন্টদের জন্য ‘বিক্রয় ম্যাজিক’ বইটি অত্যন্ত কার্যকর হতে পারে।

ব্র্যান্ড ও মার্কেটিং নিয়ে এ সময়ের অন্যতম সেরা এই বইটি প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। ২৪০ পেজের প্রিমিয়াম কোয়ালিটি বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

যুক্তরাষ্ট্র সফরে মোদির নজর কোন দিকে?

ভারতের ক্ষেপণাস্ত্র বিক্রির নতুন তথ্য ফাঁস

‘দ্রুত চালু হবে নওগাঁ বিশ্ববিদ্যালয়’

শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় সিএমপির নিষেধাজ্ঞা

‘স্থানীয় নির্বাচন আপনাদের দায়িত্ব না, নির্বাচিত সরকারের’

ড. জাফর ইকবাল নামের পেজে হাদিস প্রচার, যা জানা গেল

ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে আটক যুবলীগ নেতা 

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, যে আলোচনা হলো

সিওয়াইবি নতুন কেন্দ্রীয় সভাপতি রিয়াজ, সম্পাদক মুন্না

১০

দীপু মনির ১৬ ব্যাংকের ২ কোটি টাকা অবরুদ্ধ

১১

বিদ্যালয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ গানে নাচ, অতঃপর...

১২

গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা, কী বলছে যোদ্ধারা

১৩

এবার আমেরিকার ক্যালিফোর্নিয়া কিনে নিচ্ছে ডেনমার্ক!

১৪

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

১৫

‘ঈদে চাল পাবে এক কোটি পরিবার’

১৬

বুয়েটে চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল ৮ মার্চের মধ্যে

১৭

কাফিকে সেনাবাহিনীর আশ্বাস

১৮

ছাত্রলীগের লিফলেট বিতরণ / কলেজ শিক্ষক মুকিবসহ রিমান্ডে ৫ 

১৯

ছাত্রলীগ নেতা লিপ্টন রিমান্ডে 

২০
X