প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপনের লেখা প্রথম গ্রন্থ ‘বলা বাহুল্য’র মোড়ক উন্মোচন করেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কনফারেন্স রুমে এ মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।
প্রধান বিচারপতি রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও লেখক তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দ্বারপ্রান্তে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
সাহিত্যিক সাদাত হোসাইন আশা প্রকাশ করে বলেন, লেখক হাসানুজ্জামান তার রম্য রচনার বইয়ের মাধ্যমে হ্যামিলনের বাঁশিওয়ালা না হতে পারলেও এই নগরে হ্যামিলনের হাসিওয়ালা হিসেবে পরিচিত হবেন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। এই বইয়ের মাধ্যমে লেখক সেই কাজটি করেছেন।
মন্তব্য করুন