ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘জয়নুল সম্মাননা’ পদক পেলেন শিল্পী মিজানুর রহিম এবং ড. রফিকুল আলম

‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা
‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা

শিল্পকলায় অনন্য অবদানের জন্য অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) জয়নুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এ পদক তুলে দেন। অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমের পক্ষে পদক গ্রহণ করেন তার স্ত্রী সুফিয়া আক্তার।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষদের শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার শিল্পকর্মের মাঝে আমাদের সংগ্রামের ইতিহাস খুঁজে পাই।

জাতি হিসেবে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই জরুরি। সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে জয়নুল উৎসবের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ৩ দিনব্যাপী বর্ণাঢ্য এই উৎসব আয়োজন করে।

গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ২৮ ডিসেম্বর উৎসবের দ্বিতীয় দিনে স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।

সর্বশেষ আজ রোববার জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার, বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষ শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। এতে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন করেন। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী এবং অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয় লোকশিল্প মেলা।

এ ছাড়া অনুষদের শিক্ষকদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলম একজন বিশিষ্ট শিল্পসমালোচক, গবেষক, শিল্পকলার ইতিহাসবিদ এবং রবীন্দ্রসংগীত শিল্পী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী মিজানুর রহিম চারুশিল্পের একজন স্বনামধন্য শিক্ষক ও গবেষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে আহতরা কীভাবে সহযোগিতা পাবেন, জানালেন সারজিস

পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

৬ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চালু

বায়তুল মোকাররম মসজিদের পাশের টাওয়ারের চূড়ায় নারী

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১,১৮৫ অভিযোগ

মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ, শুক্র-শনি ছুটি বহাল

‘মে মাস থেকে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না’

সাংবাদিকদের ‘অ্যাওয়ার্ডস-ফেলোশিপ’ দেবে বিএসইসি

শহীদ ও আহত পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ জানাল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’

১০

নববর্ষে যে পণ্যটি বেশি অর্ডার করছে ভারতীয়রা

১১

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

১২

নতুন বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : শাহজাহান চৌধুরী

১৩

ঢাবিতে মাদকসহ আটক ছাত্র ইউনিয়ন নেতা ও শিক্ষার্থীরা 

১৪

ট্রেন্টের জন্য রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

১৫

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি-সম্পাদকের পদত্যাগ চায় কবি নজরুল কলেজ ছাত্রদল

১৬

খুলে দেওয়া হয়েছে এস আলমের বন্ধ ৯ কারখানা

১৭

২০১০ সালের আবু বকর হত্যা মামলায় আপিল করবে ঢাবি

১৮

যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক

১৯

২০২৫ হবে জুলাই গণহত্যার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

২০
X