ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘জয়নুল সম্মাননা’ পদক পেলেন শিল্পী মিজানুর রহিম এবং ড. রফিকুল আলম

‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা
‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা

শিল্পকলায় অনন্য অবদানের জন্য অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) জয়নুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এ পদক তুলে দেন। অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমের পক্ষে পদক গ্রহণ করেন তার স্ত্রী সুফিয়া আক্তার।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষদের শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার শিল্পকর্মের মাঝে আমাদের সংগ্রামের ইতিহাস খুঁজে পাই।

জাতি হিসেবে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই জরুরি। সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে জয়নুল উৎসবের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ৩ দিনব্যাপী বর্ণাঢ্য এই উৎসব আয়োজন করে।

গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ২৮ ডিসেম্বর উৎসবের দ্বিতীয় দিনে স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।

সর্বশেষ আজ রোববার জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার, বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষ শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। এতে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন করেন। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী এবং অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয় লোকশিল্প মেলা।

এ ছাড়া অনুষদের শিক্ষকদের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলম একজন বিশিষ্ট শিল্পসমালোচক, গবেষক, শিল্পকলার ইতিহাসবিদ এবং রবীন্দ্রসংগীত শিল্পী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী মিজানুর রহিম চারুশিল্পের একজন স্বনামধন্য শিক্ষক ও গবেষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড

‘এ মাসেই জুলাই গণহত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারব’

সরকারি চাকরিতে পদোন্নতি নিয়ে জরুরি নির্দেশনা

মার্কিন শুল্ক পর্যালোচনায় অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠক চলছে

ভারতের ওয়াক্ফ আইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : বিএনপি

বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে সংঘর্ষ

ফিলিস্তিন ইস্যুতে কী করণীয়, জানালেন আজহারি

যুবদল নেতা মিরান হত্যাকাণ্ডের নেপথ্যে যা জানা যাচ্ছে

চীনের কাছে বাংলাদেশের চাওয়া কী, জানালেন প্রধান উপদেষ্টা

পুরান ঢাকায় সেভ দ্য হেরিটেজেস অফ বাংলাদেশের শততম সফর

১০

চাঁদপুরের সেই এসআইয়ের বেতন বন্ধের নির্দেশ

১১

চলতি মাসের এলপিজির দাম নির্ধারণ

১২

পিলার আছে সেতু নেই

১৩

রিভলবারসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

১৪

৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মুগ্ধা-রাভিশ

১৫

মা হারালেন জ্যাকুলিন

১৬

এসএসএফের সাবেক ডিজি মজিবুরের ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ

১৭

বাংলার জমিনে আওয়ামী রাজনীতি আর চলবে না  :  জাগপা

১৮

তিন সচিব পদে রদবদল

১৯

আরব শেখরা চুপ, গাজার জন্য কাঁদছে মার্কিনিরা

২০
X