কবি সুফিয়া কামালের কন্যা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল নারী আন্দোলনের নেত্রী হিসেবে সুফিয়া কামালকে অভিবাদন জানিয়ে বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ছিল তার জীবনের মূলমন্ত্র।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবমুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ২৫তম প্রয়াণ দিবসে তিনি একথা বলেন।
পাশাপাশি তিনি বলেন, এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি বাংলাদেশ মহিলা পরিষদে আমৃত্যু নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তার সঙ্গে থাকা উত্তরসূরিদের মধ্যে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরিতে ভূমিকা রেখেছেন। এসময় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ মহিলা পরিষদ নারীর অধিকার ও নারীর অস্তিত্ব রক্ষায় নারী আন্দোলনকে এগিয়ে নিতে সক্ষম হবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। উপস্থিত ছিলেন কবির দুইকন্যা মানবাধিকারকর্মী সুলতানা কামাল ও শিল্পী সাঈদা কামাল এবং মানবিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিনিধি।
কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করেন সংগঠনের সিনিয়র ট্রেনিং এন্ড রিসার্চ অফিসার শাহজাদী শামীমা আফজালী ও রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য্য। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার প্রতি যে অসম্মান করা হচ্ছে তা দেশের প্রগতির প্রতি বিরুদ্ধাচরণের মাধ্যমে নারীদের অসম্মান করার শামিল। এমন পরিস্থিতিতে সুফিয়া কামালকে হৃদয়ে ধারণ করে, তার দেওয়া শক্তি নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে আমাদের কাজ করতে হবে।
মন্তব্য করুন