কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

১ম বর্ষপূর্তি উদযাপন করল বই-বিহঙ্গ

বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিনামূল্যে বই পড়ার জনপ্রিয় সংগঠন বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বছরের নানা গল্প, স্মৃতিচারণা, কুইজ প্রতিযোগিতা ও কেক কাটার মাধ্যমে বই-বিহঙ্গের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

এরআগে বটতলা থেকেই ২০২৩ সালের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে বই-বিহঙ্গ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ফরিদপুর, বগুড়া, পাবনা সহ মোট ১০টি শাখায় বইয়ের পাখি হয়ে বিনামূল্যে বই পড়ানোর সেবা করে যাচ্ছে বই-বিহঙ্গ।

প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হন বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা প্যানেলের সদস্যবৃন্দ, ঢাকার অন্যান্য শাখাগুলোর প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাঠক, সদস্য ও অন্যান্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বই-বিহঙ্গের বিভিন্ন শাখায় কেক কাটা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পাঠক মিলনমেলাসহ নানা কর্মসূচির মাধ্যমে আয়োজিত হয় দিনটি। একইসাথে বই-বিহঙ্গ সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজ এ দুটি নতুন শাখার উদ্বোধন করা হয়। বইয়ের বাংলাদেশ গড়তে বিনামূল্যে বই পড়ানোর এ উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চান তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব সিকদার বলেন, বই পড়ার মাধ্যমেই সুস্থ ও সৃজনশীল মানসিকতাসম্পন্ন জাতি গঠন সম্ভব। মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই-বিহঙ্গ। বই-বিহঙ্গ বইয়ের পাখি হয়ে সারা বাংলার আকাশে উড়ে বেড়াক।

সহপ্রতিষ্ঠাতা উম্মে হাবিবা হ্যাপী বলেন, বই-বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাদের আকৃষ্ট করছে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে বই-বিহঙ্গকে ছড়িয়ে দিতে চাই আমরা।

সহ-প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসির বলেন, সকলের সহযোগিতা পেলে বই-বিহঙ্গ দেশের প্রতিটি প্রান্তে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে বই-বিহঙ্গ। এ বছর ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস পালন করে বইয়ের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় তারা। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই-বিহঙ্গ প্রায় এক হাজারেরও বেশি চিঠি সংগ্রহ করে। এ ছাড়াও সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই-বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চলতি বছরের ভয়াবহ বন্যায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৫০০টির অধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বই-বিহঙ্গ পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

চোর সন্দেহে স্কুলছাত্রকে নির্যাতন করে হত্যার অভিযোগ

আদালতে আ.লীগের ১৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

৭ ওভারের ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

রামপুরায় হঠাৎ রাস্তার পাশের দেয়ালধস, শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর নাম পাল্টে লেখা হলো ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’

এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স দলে অশান্তি

১০

তেল কম দিল ফিলিং স্টেশন, অতঃপর...

১১

‘গণবিপ্লবের মহানায়ক ছিলেন ইসলামী আন্দোলনের আমির’

১২

সাফজয়ীদের পুরস্কৃত করল সাউথইস্ট ব্যাংক

১৩

পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্ত করতে তালিকা করছেন ট্রাম্প

১৪

‘৩১ দফা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই’

১৫

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৭

চ্যাম্পিয়ন বিকেএসপি লাল দল

১৮

আ.লীগের ষড়যন্ত্র দৃঢ় হাতে দমন করতে হবে : আমিনুল হক

১৯

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে শিবিরের অভিনন্দন

২০
X