‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে আলোচনা থাকায় দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান উষ্মা প্রকাশ করে বলেছেন, এসকে সিনহা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহু দুষ্কর্মের সহযোগী। এ বইয়ে তাকে স্থান দেওয়া শহীদদের প্রতি অবমাননা। তিনি দ্বিতীয় সংস্করণে এ অংশটি বাদ দেওয়ার জন্য লেখকের প্রতি আহ্বান জানান। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এ দেশের ছাত্র-জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। ভারত ছিল পতিত স্বৈরাচার হাসিনার ক্ষমতার খুঁটি । জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা রক্ত দিয়ে এ খুঁটি উপরে ফেলেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক সাহাদত হোসেন খানের লেখা ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ শিরোনামে বইয়ের প্রকাশনা উৎসবে দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান একথা বলেন।
এক শহীদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, পঞ্চম শ্রেণির এক ছাত্র মিছিলে যোগ দেয়। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, সে কেনো মিছিলে এসেছে। জবাবে ছেলেটি বলেছিল, তার ভাই আবু সাঈদকে হাসিনার পুলিশ হত্যা করেছে। তাই সে জীবন দিতে মিছিলে এসেছে। প্রকৃতপক্ষে আবু সাঈদ ছেলেটির মায়ের পেটের ভাই ছিল না। কিন্তু শহীদ আবু সাঈদকে সে সহোদর ভাই ছাড়া আর কিছু ভাবতে পারেনি।
তিনি আরও বলেন, আবু সাঈদ জুলাই-আগস্ট বিপ্লবে প্রথম শহীদ ছিলেন না। তার আগে আরও অনেকে শহীদ হয়েছেন। ‘আরমার টেক্স কম্পোনেন্ট’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নূরুদ্দিন খান ৬০টি বই লেখায় লেখক সাহাদত হোসেন খানের প্রশংসা করে বলেন, তিনি আমাদের একটি ভালো বই উপহার দিয়েছেন এবং তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে বইটি লিখেছেন।
মন্তব্য করুন