শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় প্রথম দিনের যাত্রাপালা দেখতে হাজারো দর্শকের ঢল

‘নিহত গোলাপ’ যাত্রাপালার অংশবিশেষ। ছবি : কালবেলা
‘নিহত গোলাপ’ যাত্রাপালার অংশবিশেষ। ছবি : কালবেলা

বিপ্লব উত্তর সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘যাত্রা উৎসব ২০২৪’। এবার শিল্পকলা একাডেমি নিজস্ব অঙ্গনের বাইরে খোলা চত্বরে যাত্রা উৎসব করছে। ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকার সোহরাওয়ার্দীর উদ্যানের মুক্তমঞ্চে পরিবেশিত হলো প্রথমদিনের যাত্রাপালা নিহত গোলাপ। সুরুভী অপেরার পরিবেশনায় কবির খানের নির্দেশনায় আগন্তক পালাকারের লেখা যাত্রাপালা নিহত গোলাপ দর্শকদের মন ছুঁয়ে যায়।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে শুরু হলো ৭ দিনব্যাপী উৎসবের প্রথম দিনের আয়োজন। এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ। ফয়েজ জহির বলেন, সকলের সহযোগিতায় এই উৎসব আমরা সারাদেশে যেনো ছড়িয়ে দিতে পারি। যাত্রাশিল্পসহ শিল্পকলার সকল মাধ্যমকে প্রবাহিতভাবে বেগবান করার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে শুরুতেই জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, বিদ্যুৎ চমকের মতো দ্রুতবেগে ঘটে যাওয়া এক নির্ভয় অভ্যুত্থানের অগ্নিগর্ভ ছিঁড়ে জন্ম নিয়েছে নতুন এই বাংলাদেশ।

সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, জাতীয় বাজেট যেখানে প্রায় ৮ লক্ষ কোটি টাকা সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ কেবল ৭শ ৭৮ কোটি টাকা। সংস্কৃতি খাতে এতো স্বল্প বাজেট নিয়ে সরকারের কাছে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, শিল্পকলা একাডেমি মনে করে, শিল্পচর্চা জনজীবনের কেন্দ্রে অবস্থিত। শিল্পচর্চার অন্যতম মাধ্যম হিসেবে এবং গ্রামীণ জনসাধারণের বিনোদনের ঐতিহ্য বিবেচনায় আমরা এই যাত্রাপালার আয়োজন করেছি। আমরা চাই, আপনারা সবাই যাত্রা শিল্পীদের পাশে থাকুন।

‘নিহত গোলাপ’ যাত্রাপালার কাহিনীর প্রধান চরিত্র মাধবপুর জমিদারের চক্রান্তের শিকার রাধারানী কলেজের মেধাবী ছাত্র গোকুল। জমিদারের আত্মীয়কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর কারণে গোকুলের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। গোকুলকে কলেজ থেকে বের করে দেওয়া হয় ‘নিচু জাতের’ ছেলে বলে। পরবর্তীতে সে সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ে। অন্যদিকে ভাগ্যের ফেরে তার প্রেমিকা যৌন পল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়। কোনো একদিন গোকুল ছিনতাইয়ের অপরাধে ঐ পল্লীতে আশ্রয় নেয়। অবশেষে একদিন সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বিচারে তার সাজা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববি ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

গণমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয় : কাদের গণি চৌধুরী

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৩

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৪ নেতা আহত

জনগণ দয়া করে ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে : প্রিন্স

‘আব্বা আমরা জিইত্যালছি, তোমার আর কলা বেচন লাগত না’

বরিশালে অপরূপ সুন্দর কাল নাগিনী সাপের বাচ্চা উদ্ধার

ফুটবলের দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫

আওয়ামী সিন্ডিকেট এখনো দ্রব্যমূল্য বাড়াচ্ছে : আমিনুল হক 

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে জানা গেল নতুন তথ্য

১০

সমাবেশ নিয়ে সিদ্ধান্ত পাল্টাল জাতীয় পার্টি

১১

ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে

১২

খুনিরা কীভাবে পালিয়ে গেল জানতে চায় দেশবাসী : চরমোনাই পীর

১৩

দেশ গড়ার সুযোগ ব্যর্থ হতে দেওয়া যাবে না : উপদেষ্টা হাসান আরিফ

১৪

গৃহবধূ আলেয়া হত্যায় স্বামী আটক

১৫

মাইক্রোবাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে আহত ৯

১৬

জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি : নয়ন

১৭

জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী বোনকে কুপিয়ে হত্যা

১৮

জব্দকৃত ৩০০ কেজি মাছ গেল এতিমখানায়

১৯

শেখ হাসিনার বিচার দাবিতে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ

২০
X