বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুক্রবার (০১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে যাত্রাপালা। ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে ৭ দিনে ৭টি পালা প্রদর্শিত হবে। ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্যে উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ৭ দিনব্যাপী যাত্রাপালা ‘যাত্রা উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
জুলাই বিপ্লব উত্তর সময়ে সাংস্কৃতিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।
সাত দিনব্যাপী উৎসব আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘শিল্পকলা একাডেমি মনে করে, শিল্পচর্চা জনজীবনের কেন্দ্রে অবস্থিত। শিল্পচর্চার অন্যতম মাধ্যম হিসেবে এবং গ্রামীণ জনসাধারণের বিনোদনের ঐতিহ্য বিবেচনায় আমরা এই যাত্রাপালার আয়োজন করেছি। আমরা চাই, আপনারা সবাই যাত্রা শিল্পীদের পাশে থাকুন।’ মহাপরিচালক আরও বলেন, শৈশবে আমরা নৈতিকতার শিক্ষা লাভ করেছি ‘সামাজিক’ যাত্রাপালাগুলো দেখে। কিন্তু সময়ের পরিক্রমায় যাত্রাশিল্পকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, সেই পরিস্থিতির আমাদের উত্তরণ ঘটাতে হবে। সুস্থ ধারার যাত্রাপালা পরিবেশনা, মানোন্নয়ন, চর্চা এবং যাত্রাশিল্পীদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে ঐহিত্যবাহী যাত্রাপালাকে জনজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কালের আবর্তে হারিয়ে যেতে বসা যাত্রাশিল্পকে টিকিয়ে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিগত বছরে যাত্রাদল নিবন্ধন উৎসবের মাধ্যমে এ পর্যন্ত ২০৫টি যাত্রাদলকে নিবন্ধন করা হয়েছে।
উদ্বোধনী আয়োজন শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জনতার গণঅভ্যত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট যাত্রা শিল্পী অনিমা দে। স্বাগত বক্তব্য প্রদান করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
মন্তব্য করুন