বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬ বিভাগে ছয়জন পরিচালক নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) শিল্পকলা একাডেমি এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তারা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের কাছে আনুষ্ঠানিক যোগদানপত্র দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
নিয়োগপ্রাপ্ত ৬ পরিচালক হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে মোস্তফা জামান, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহ্জাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে এ এফ এম নুরুর রহমান।
গত ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২ (দুই) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।
পরে পরিচালকদের নিয়ে একাডেমির প্রশাসন বিভাগের সঙ্গে সংক্ষিপ্ত সভা করেন মহাপরিচালক। একাডেমির কার্যক্রম গতিশীল করতে সভায় আইন ও প্রবিধানমালা সংশোধন, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সৃজনশীল কর্মকান্ড জোরদার ও তৃণমূলে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন মহাপরিচালক।
এ সময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) ক্ষেত্রে সব বিভাগের করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ৬ অক্টোবর ২০২৪ সকালে মহাপরিচালক উপস্থিতিতে একাডেমির সব বিভাগের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের সঙ্গে পরিচালকদের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন