ইকরাম কবীরের লেখা ‘খুদে গল্পের বই’ প্রকাশ পেয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে সময়ের শক্তিমান লেখক ইকরাম কবীরের নতুন গল্পগ্রন্থ ‘খুদে গল্পের বই’-এর প্রকাশনা আড্ডা অনুষ্ঠিত হয়।
আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির এ প্রকাশনা আড্ডায় বক্তব্য দেন কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, হাইকেল হাশমী ও শাকুর মজিদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘খুদে গল্পের বই’ নিয়ে আলোচনা করেন এই বক্তারা। পরে নিজের এই লেখার যাত্রা নিয়ে কথা বলেন ইকরাম কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকাশক জয় শাহরিয়ার। পরে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকাশিত বই থেকে একটি খুদে গল্প পড়ে শোনান লেখক ইকরাম কবীর। প্রশ্নোত্তর পর্বে পাঠক ও উপস্থিত শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন লেখক। অনুষ্ঠানের দুই পর্ব সঞ্চালনা করেন যথাক্রমে এহসান সামাদ ও ফারহান আবিদ।
ইকরাম কবীরের বই ‘খুদে গল্পের বই’ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে। আজব প্রকাশের ফেসবুক পেইজে অর্ডারের পাশাপাশি সারা দেশের বিভিন্ন অনলাইন শপে পাঠকরা বইটি অর্ডার করতে পারবেন।
মন্তব্য করুন