ছায়ানটের শ্রোতার আসরে মনোমুগ্ধকর ১৬টি রবীন্দ্রসংগীত পরিবেশনা করলেন তিন রবীন্দ্রসংগীত শিল্পী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কৃতিচর্চা কেন্দ্র ছায়ানটের আয়োজনে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ১৬টি পরিবেশনা নিয়ে শ্রোতার আসর অনুষ্ঠিত হয়েছে।
সবার জন্য উন্মুক্ত এই আসরের শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নবীন শিল্পী মহাশ্বেতা চৌধুরী ‘নাই বা ডাকো’, কে বলেছে তোমায় বধূ ।
এরপর শ্রোতার আসরের শিল্পী সেঁজুতি বড়ুয়া সাতটি ও সত্যম কুমার দেবনাথ সাতটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
সত্যম দেবনাথ একে একে ‘ আজ কোন অতিথি’, ‘তাঁহারে আরতি করে’, ‘আমার একটি কথা’, ‘যখন এসেছিলে’, ‘শাঙন গগনে’, ‘এরা পরকে আপন করে’, ‘ওরে ভাই মিথ্যে ভেবো না’ গানগুলো পরিবেশন করেন।
সেঁজুতি বড়ুয়া একে একে ‘আরো কত দূরে’, ‘অশ্রুনদীর সুদূর পারে’, ‘আরো আঘাত সইবে আমার’, ‘কোলাহল তো বারণ হল’, ‘রিমিকি ঝিমিকি ঝরে’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ পরিবেশন করেন ।
যন্ত্রাণুষঙ্গে তবলা/খোলা/পাখোয়াজ বাজান গৌতম সরকার, কিবোর্ড - রবিন্স চৌধুরী, বাঁশি - মামুনুর রশীদ আর মন্দিরা - প্রদীপ কুমার রায়।
মন্তব্য করুন