বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধে নারীর অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পদক্ষেপ জরুরি

‘সম্ভ্রমযোদ্ধাঃ সেবাসদন ও একজন ডা. হালিদা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি : কালবেলা
‘সম্ভ্রমযোদ্ধাঃ সেবাসদন ও একজন ডা. হালিদা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধে যৌন নির্যাতনের শিকার নারীদের বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়। কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে তারা সেই উপাধি প্রকাশ করতে পারেননি। অনেকেই জীবনের শেষ সময়ে এসেও পরিবার সমাজ থেকে যোগ্য সম্মান পায়নি। অথচ অস্ত্র হাতে যুদ্ধ করা এবং যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের অবদান আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে একটা বড় ভূমিকা রেখেছে।

শনিবার (২০ এপ্রিল) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে ‘সম্ভ্রমযোদ্ধাঃ সেবাসদন ও একজন ডা. হালিদা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, এই নারীদের অবদানকে সম্মান জানানো ব্যতিত দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ হবে না। তাই অনতিবিলম্বে মুক্তিযুদ্ধে নারীর অবদানকে সম্মান জানানোর সাথে সাথে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আ হ ম তৌহিদুল আনোয়ার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বই নিয়ে আলোচনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতীয় নারী পুনর্বাসন বোর্ডের প্রকল্প পরিচালক শিরিন জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কমিউনিটি বেইজড ক্যানসার হাসপাতালের প্রিভেনটিভ অনকোলজি বিভাগীয় প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, সাহিত্যিক মনসুর মূসা, ওয়াটারএইড-এর আঞ্চলিক পরিচালক ডা. খাইরুল ইসলাম, বাংলা একাডেমির পরিচালক ড. একেএম মুজাহিদুল ইসলাম, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক জান্নাতুল বাকেয়া কেকা প্রমুখ।

অনুষ্ঠানে একটি বাচিক পরিবেশনার মাধ্যমে ’৭১ সালের বীরাঙ্গনাদের অবস্থা তুলে ধরা হয়। জানানো হয় সেবাসদনে মুক্তিযুদ্ধে যৌন নির্যাতনের শিকার নারীদের চিকিৎসা ও পূনর্বাসনের কার্যক্রম করা হতো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেগম রোকেয়া পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. হালিদা হানুম আখতার ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের চিকিৎসক ছিলেন। তাদের পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে স্থাপিত ‘সেবাসদন’ দায়িত্বপ্রাপ্ত হন তিনি। তিনি খুব কাছ থেকে দেখেছেন সেই নারীদের জীবনের কষ্ট। বইটিতে ওই সমস্ত মায়েদের নির্যাতন ও মানসিক যন্ত্রণা, অস্বাভাবিক পরিস্থিতিতে নির্যাতনের ফলে গর্ভধারণ করার সেই গর্ভস্থ সন্তানকে গর্ভপাত করা অথবা জীবিত জন্ম হলে তাকে কাছে না পাওয়ার কষ্ট তুলে ধরেন। যদিও আলোচকরা বইটির আরও পরিসর বাড়ানো ও সম্পাদনার ওপর গুরুত্বারোপ করেন। তথাপি এমন বই ইতিহাসকে সামনে আনে বলেও উল্লেখ করেন।

অধ্যাপক আ. হ. ম. তৌহিদুল আনোয়ার চৌধুরী বলেন, সে সময় অনেক শিশুকে বিদেশিরা দত্তক নেন। সেই শিশুরা থাকলে তাদের পরিণতি কি হতো। আমি ৩-৪ জন শিশুকে বিদেশিদের দত্তক দেওয়ার ব্যবস্থা করি।

মুহম্মদ নূরুল হুদা বলেন, এমন ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন। মুক্তিযুদ্ধের এই অধ্যায় উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, এখনো তাদের ইতিহাস না জানা গেলে তাদের সঠিক ইতিহাস জানা হবে না। কারণ তাদের সবাইর বয়স হচ্ছে, কিছুদিন পর প্রত্যক্ষদর্শী থাকবে না। এসএইচপিএল প্রকাশনা থেকে প্রকাশিত ৬ ফর্মার বইয়ের দাম ৫০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃথা গেল মার্তিনেজের লড়াই, পিএসজির কাছে ভিলার হার

‘সুযোগ পেলে বিনিয়োগ বান্ধব অর্থনীতি উপহার দেবে জামায়াত’

ডর্টমুন্ডকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে বার্সা

সাভারে গুলি ছুড়ে ট্রলার ছিনতাই

রাজধানীতে গণপিটুনিতে নিহত ২

নতুন শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প

মেক্সিকোর স্বনামধন‍্য ম্যাগাজিনের কভারে জায়গা পেল বাংলাদেশের জুলাই আন্দোলন

চীন ছাড়া সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

‘ধর্মনিরপেক্ষতা-বহুত্ববাদ’র সঙ্গে একমত নয় বিএনপি’

১০

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

১১

ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে রাজধানীতে প্রকৌশলীদের মানববন্ধন

১২

কয়রায় ব্যক্তি স্বার্থে এনসিপিকে বিতর্কিত করার মিশনে একটি সিন্ডিকেট

১৩

আট মাস ধরে কাজি পলাতক, তবুও চলছে বিয়ের কার্যক্রম

১৪

সড়ক ও স্থাপনা থেকে শেখ হাসিনা-রাসেলের নাম বাদ দিল চসিক

১৫

৩০ একর জমির মালিকানা নিয়ে রশি টানাটানি

১৬

বৈশাখ ঘিরে পালপাড়ায় বেড়েছে ব্যস্ততা

১৭

মৃত্যুর পর বদলির আদেশ পেলেন অধ্যাপক মুত্তালিব

১৮

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা, আটক স্বেচ্ছাসেবক দল-যুবদল নেতা

১৯

ড্রোন নিয়ে দেশজুড়ে নতুন পরিকল্পনা ইরানের

২০
X