সাহিত্যবিষয়ক অনলাইন প্লাটফর্ম ‘পিপীলিকা’ উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস এলায়েন্সের (ডুফা)। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্লাটফর্মটি উদ্বোধন করেন দেশের প্রথিতযশা চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ রেজা চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে ‘পিপীলিকা’ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘সাহিত্যবিষয়ক যে কোনো কর্মকাণ্ড আমাদের সমাজের সুস্থ জীবনাচরণের প্রধান অনুষঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডুফা ‘পিপীলিকা’র মাধ্যমে দেশের সাহিত্য চর্চার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
ভবিষ্যতে স্বল্প দৈঘ্যের চলচ্চিত্র এবং কনটেন্ট নির্মাণে পিপীলিকার মাধ্যমে ডুফার সাথে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেন এই দেশবরেণ্য চলচ্চিত্রকার।
অমিতাভ রেজা চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে জাহিদ কবির টিটু বলেন, ‘মেধা ও মননের বিকাশে ডুফা সবসময়ই সমাজের প্রতি দায়বদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে পিপীলিকা ডুফার নতুন সংযোজনা। আশা করি অন্যান্য সবকিছুর মতোই পিপীলিকার মধ্য দিয়েও ডুফা সমাজে ধনাত্মক এবং পাঠকপ্রিয় কিছু উপহার দিতে পারবে।’
অন্যদের মধ্যে ডুফার প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন পল্লব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ নেয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে পিপীলিকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন পিপীলিকা সম্পাদনা পরিষদের পক্ষ থেকে আবু সালেহ সোহাগ।
মন্তব্য করুন