অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব এ রহমান সম্পাদিত ‘ক্যাম্পাস সাংবাদিকতার গল্প’। নানা সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকতা করা ৩২ প্রথিতযশা প্রবীণ ও নবীন ক্যাম্পাস সাংবাদিকের অভিজ্ঞতালব্ধ স্মৃতিগদ্য সংকলিত হয়েছে এ বইয়ে।
বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে চলমান সব বইমেলায় অক্ষরবৃত্তের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
ক্যাম্পাস সাংবাদিকতার গল্প প্রসঙ্গে মাহবুব এ রহমান বলেন, এটি মূলত স্মৃতিগদ্য। তবে গল্পের ঢংয়ে ক্যাম্পাস সাংবাদিকতার নানা খুঁটিনাটি বিষয় খোলাসা করেছেন লেখকরা। উঠে এসেছে নানা সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকতার হালচাল, ছাত্র রাজনীতির স্বরূপ এবং সামগ্রিক প্রশাসনিক অবস্থা৷ এ গ্রন্থকে আমি তাই বলবো ‘সময়ের আয়না’। অভিজ্ঞতালব্ধ এসব গল্প থেকে একজন ক্যাম্পাস সাংবাদিক সময়কে বোঝার সুযোগ পাবেন। পাবেন নানা দিকনির্দেশনাও।
সম্পাদক বলেন, ক্যাম্পাসে সাংবাদিকতা শুরুর পর এমন একটা কাজের পরিকল্পনা মাথায় আসে। কিন্তু নানা কারণে বাস্তবায়নের পথ খুঁজে পাচ্ছিলাম না। ইরাদাটা মনে মনেই জিইয়ে রেখেছিলাম। তবে সেই পালে আরেক দফা হাওয়া লাগে ২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য কিছু বই সংগ্রহ করতে নেমে। হন্যে হয়ে বইয়ের সন্ধান করতে গিয়ে একটা বিষয় খেয়াল করলাম, ক্যাম্পাস সাংবাদিকতা নিয়ে কাজ একদম নেই বললেই চলে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম এই ‘ক্ষত’ পুষিয়ে দিতে একটু কাজ করব। সে ভাবনার প্রথম বাস্তবায়ন এই ‘ক্যাম্পাস সাংবাদিকতার গল্প’।
সম্পাদিত এ বইটি উৎসর্গ করা হয়েছে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৩ সাংবাদিক- হাসান মেহেদী, তাহির জামান প্রিয় এবং আবু তাহের মোহাম্মদ তোরাবকে।
ক্যাম্পাস সাংবাদিকতার গল্প মাহবুব এ রহমানের প্রথম সম্পাদিত বই। এর আগে ২০১৬, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে তার ১টি শিশুতোষ ছড়া ও ৩টি গল্পের বই প্রকাশিত হয়।
উল্লেখ্য, মাহবুব এ রহমানের জন্ম সিলেটের কানাইঘাট উপজেলায়। লেখালেখির হাতেখড়ি ছোটোবেলায়। নিয়মিত লিখছেন জাতীয় দৈনিকে। যুক্ত আছেন সাংবাদিকতার সাথেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেছেন দৈনিক ইত্তেফাক ও ডিবিসি নিউজে।
মন্তব্য করুন