ওয়াহিদুর রহমান রুবেল, কক্সবাজার
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদের পর্যটন

হতাশ কক্সবাজারের ব্যবসায়ীরা

হতাশ কক্সবাজারের ব্যবসায়ীরা

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। তার পরও কক্সবাজারে আশানুরূপ পর্যটক আসেনি। ফলে হতাশ হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। অথচ ঈদের পরে পর্যটক বরণ করতে ব্যাপক প্রস্তুতি ছিল তাদের।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত হলেও কক্সবাজারকে পর্যটক আকৃষ্ট করতে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা। সুরক্ষা করা হচ্ছে না পর্যটন স্পটগুলো। সৌন্দর্য রক্ষায় গঠিত বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও ব্যবসায় জড়িয়ে পড়ছেন। ফলে কক্সবাজারবিমুখ হচ্ছে পর্যটকরা। এ অবস্থায় পর্যটকদের আকৃষ্ট করতে পারে এমন সব পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান তারা।

হোটেল মালিকদের মতে, সৈকত শহরে হোটেল-মোটেল রয়েছে চার শতাধিক। এসব হোটেলে দৈনিক প্রায় সোয়া লাখ পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। ঈদের সময় হোটেলগুলোর প্রায় ৭০ ভাগ বুকিং থাকত। কিন্তু এবারে দু-একটি ছাড়া আর কোনো হোটেলে বুকিং হয়নি।

কক্সবাজারের তারকামানের হোটেল সি প্রিন্সেসের সিনিয়র অফিসার মাজেদুল বশর চৌধুরী সুজন বলেন, এবারে অন্য হোটেলের কথা বলতে পারব না, তবে আমাদের হোটেলে আগামী দু-তিন দিন শতভাগ বুকিং রয়েছে। তবুও বলব, অতীতের মতো ভালো ব্যবসা হচ্ছে না।

হোটেল সায়মন বিচ রিসোর্টের ফ্রন্ট ডেস্ক অফিসার সারোয়ার আলম বলেন, আমাদের বুকিং সন্তোষজনক। তার পরও শতভাগ বুকিং হয়নি। কর্তৃপক্ষের নির্দেশে ছাড় ঘোষণা করা হয়েছে। রয়েছে বুফে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থাও।

ওশান প্যারাডাইস লিমিটেডের পরিচালক আবদুল কাদের মিশু বলেন, পর্যটকদের সেবা দিতেই মুখিয়ে থাকি আমরা। এবারও ব্যতিক্রম ছিল না। কিন্তু এত কম পর্যটক আসবে ভাবিনি। সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে সেভাবে পর্যটকদের জন্য বিনোদন ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। যার কারণে দিন দিন কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা। আমি মনে করি, বিষয়টি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে।

কক্সবাজার ট্যুরস অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, আমাদের আশা ছিল কোরবানির ছুটিতে পর্যটকে ভরে যাবে কক্সবাজার; কিন্তু আমরা হতাশ হয়েছি। এত কম পর্যটক আসবে, সেটি আমাদের ধারণার বাইরে ছিল।

আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, কোরবানির ঈদে পর্যটক এলে আগের লোকসান পুষিয়ে নেওয়া যেত। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। এর পরও আশা করছি ঈদের এক-দুদিন পর পর্যটক সমাগম বাড়বে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদারে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটক যাই আসুক, ছুটির দিনগুলোতে কঠোর নিরাপত্তাবলয় থাকে আমাদের। ছুটি শেষ না হওয়া পর্যন্ত কক্সবাজার থেকে টেকনাফ ও ইনানীতে সচেষ্ট থাকবে টুরিস্ট পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, পর্যটকদের সুযোগ-সুবিধার বিষয় নিয়ে জেলা প্রশাসন কাজ করছে। ছুটির দিনে পর্যটকদের নিরাপত্তায় মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালতের টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমসটেক সম্মেলন / পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক, সমঝোতা স্মারক স্বাক্ষর

ট্রেবল স্বপ্নে বিভোর বার্সা, কোপা ফাইনালে রিয়াল চ্যালেঞ্জ

রাজনীতি থেকে অবসরের পরিকল্পনা মোদির, শিবসেনার দাবি

ঋণের টাকা পরিশোধ কেন্দ্র করে প্রবাসীর পরিবারে ওপর হামলা

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ

মোটরসাইকেল-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ঈদ উদযাপন, অতিথি ছিলেন যারা

মার্কিন শুল্কারোপের পরবর্তী পদক্ষেপ কী হবে, জানালেন প্রেস সচিব

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর

জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা

১০

ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

১১

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

১২

গোপন বৈঠক থেকে শ্রমিকলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

১৩

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস 

১৪

আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৫

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

১৬

০৩ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

০৩ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৮

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

১৯

যুদ্ধ প্রস্তুতি? ভারত মহাসাগরে ৬ মার্কিন বোমারু বিমান

২০
X