বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

সুন্দরবন ঘিরে দারুণ সম্ভাবনা পর্যটনের

সুন্দরবন ঘিরে দারুণ সম্ভাবনা পর্যটনের

খুলনার কয়রা উপজেলা থেকে সুন্দরবন ভ্রমণের অন্যতম পর্যটন স্পট হলো শেখেরটেক, কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্র, নির্মাণাধীন কেওড়াকাটা পর্যটন কেন্দ্র, শিবসা নদীর তীরে রাজা প্রতাপাদিত্যের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ ৪০০ বছর আগের স্থাপনা, নীলকমল, কাটকাটা পর্যটন স্পট। এসব আকর্ষণী স্থান পর্যটক বরণে প্রস্তুত। এবার সুন্দরবন ঘিরে পর্যটনের দারুণ সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্বিগুণ রাজস্ব আয়ের প্রত্যাশা তাদের।

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এসব স্পট পর্যটকদের পদচারণায় মুখর হবে। পর্যটকদের বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এবার ঈদে টানা ৯ দিনের ছুটিতে ব্যবসা-বাণিজ্য বেশ গতি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পর্যটকদের আতিথেয়তার পসরা সাজিয়ে অপেক্ষায় তারা।

ঈদুল ফিতরের ছুটিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে ঘুরতে আসার আগ্রহ বেশি ভ্রমণপিপাসুদের। এরই মধ্যে লঞ্চ, বোট বুকিং দিয়েছেন প্রচুর পর্যটক। আরও অনেকে এখনো বুকিং দিচ্ছেন। এদিকে, এবার প্রচুর পর্যটক ঘুরতে আসবেন—এমন আশায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।

সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বলেন, এখনো তেমন কোনো পর্যটকের সাড়া মেলেনি। তবে আশা করছি লম্বা ছুটিতে সুন্দরবনে পর্যটক আসবে। সেজন্য বনের ভেতরে খুলনা রেঞ্জের কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্র, শেখেরটেক ও নীলকমলে নলীয়ান ও কাশিয়াবাদ স্টেশন থেকে পারমিট নিয়ে পর্যটকরা বনে প্রবেশ করতে পারবেন। পর্যটন স্পটগুলো নতুন করে সাজানো হয়েছে।

সরেজমিন গত রোববার সুন্দরবন সংলগ্ন কয়রার কাটকাটা এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীরে গড়ে ওঠা ম্যানগ্রোভ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঈদ সামনে রেখে সাজসজ্জার কাজ চলছে। প্রতিষ্ঠানটির পরিচালক জাহিদ হাসান বলেন, আশা করছি অন্যবারের তুলনায় এবার সুন্দরবন ভ্রমণে পর্যটক আসবেন। কয়রার কাটকাটা লঞ্চঘাট থেকে সুন্দরবনের শেখেরটেক ও কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্রগুলো সহজে একদিনে ভ্রমণ করা সম্ভব।

কাটকাটা রিভার ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আলমগীর হোসেন জানান, আমাদের রেস্টুরেন্টে প্রতিদিন ভালোই বেচাকেনা হয়। তবে এবার ঈদের লম্বা ছুটিতে সুন্দরবন ভ্রমণে অনেক পর্যটক আসবে বলে জানা গেছে। এরই মধ্যে সুন্দরবন ভ্রমণের জন্য ট্রলার বুকিং দিয়েছে ভ্রমণপিপাসুরা।

ব্যবসায়ী শেখ রিপন বলেন, এবার ঈদের ছুটিতে এরই মধ্যে স্পিডবোট, ট্রলার বুকিং হয়ে গেছে। যারা বুকিং দিয়েছেন তারা সুন্দরবন দেখার অপেক্ষায় আছেন। এবার অনেক পর্যটক আসবে—এ নিয়ে আশাবাদী তিনিও।

কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইমদাদুল হক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। টহল ফাঁড়িগুলোয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সুন্দরবনে বাড়তি নিরপত্তা, কর্মকর্তাদের ছুটি বাতিল: ঈদ সামনে রেখে সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন বিভাগ। একই সঙ্গে সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষা এবং ইকো ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হাছানুর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা হচ্ছে। সুন্দরবনে অনেককাংশ কমে গেছে অপরাধ কার্যক্রম। তারপরও ঈদ উপলক্ষে এক শ্রেণির অসাধু লোকজন সুযোগ বুঝে সুন্দরবনের সম্পদ লুণ্ঠনের চেষ্টা চালায়। সেটি প্রতিহত করতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, কাঠ পাচারকারী ও চোরা শিকারিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করার চেষ্টায় থাকে। ঈদ উপলক্ষে বেপরোয়া হয়ে ওঠে মৌসুমি হরিণ শিকারিরা। এই অপরাধী ও মৌসুমি শিকারিদের দমনে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সুন্দরবনে কর্মরত কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও পর্যটন এলাকাগুলোয় ইকো ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বক্ষণিক টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার ঈদ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে খুলনা রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা হয়। সভা শেষে শরিফুল ইসলাম জানান, বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন টিম দিনরাত টহল কার্যক্রম চলমান রাখবে। এ ছাড়া বিশেষ স্মার্ট টিমের সদস্যরাও টহল কার্যক্রম চালাবেন।

সুন্দরবন ভ্রমণের অন্যতম পর্যটন স্পট হলো শেখেরটেক, কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্র, নির্মাণাধীন কেওড়াকাটা পর্যটন কেন্দ্র, শিবসা নদীর তীরে রাজা প্রতাপাদিত্যের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ ৪০০ বছর আগের স্থাপনা, নীলকমল, কাটকাটা পর্যটন স্পট। এসব আকর্ষণী স্থান পর্যটক বরণে প্রস্তুত। এবার সুন্দরবন ঘিরে পর্যটনের দারুণ সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্বিগুণ রাজস্ব আয়ের প্রত্যাশা তাদের। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এসব স্পট পর্যটকদের পদচারণায় মুখর হবে। পর্যটকদের বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এবার ঈদে টানা ৯ দিনের ছুটিতে ব্যবসা-বাণিজ্য বেশ গতি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পর্যটকদের আতিথেয়তার পসরা সাজিয়ে অপেক্ষায় তারা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

ইরান নিয়ে উত্তেজনা / মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম

ঢাকায় ফেরা ‍শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ

মার্কিন-রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ

১০

গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি

১১

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

০২ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৩

০২ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

তারেক রহমানের উপহার পেলেন শহীদ আইয়ুবের পরিবার

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ

১৬

স্বামীর কবর দেখতে গিয়ে ‘মারধরের’ শিকার জুলাই শহীদের স্ত্রী

১৭

বিএনপি কারও কাছে মাথা নত করেনি, করবে না : এ্যানি

১৮

ঈদে মামা বাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

১৯

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

২০
X