বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
মুজিবুর রহমান ভূঁইয়া, খাগড়াছড়ি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

পর্যটনে আলো দেখছেন খাগড়াছড়ির ব্যবসায়ীরা

পর্যটনে আলো দেখছেন খাগড়াছড়ির ব্যবসায়ীরা

দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদ মানেই আনন্দ। আর আনন্দ উপভোগের বড় ক্ষেত্র হলো ঘুরাফেরা। ঈদ বা কোনো উৎসবে ঘোরাফেরার কথা উঠলে সবার প্রথমে পছন্দ ঝর্ণা-ঝিরির খাগড়াছড়ি। ভ্রমণ পিপাসুরা ইট-পাথরের শহরের ক্লান্তি দূর করতে ভ্রমণ করেন পাহাড়ি কন্যাখ্যাত খাগড়াছড়িতে। এবারের ঈদে নয় দিনের লম্বা ছুটিতে আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ এক মাস পর্যটকদের খরা কাটিয়ে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পর্যটন ব্যবসায় আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

মেঘের রাজ্য সাজেকের প্রবেশদ্বার হওয়ায় যে কোনো উৎসব-পার্বণে পর্যটকদের পদচারণায় মুখর থাকে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। এ সময়েও পর্যটকদের বরণে প্রস্তুত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো। লম্বা ছুটিতে এবার কয়েকগুণ বেশি পর্যটক প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের পদচারণায় নতুন রূপে ফিরবে কেন্দ্রগুলো। তাদের বরণে প্রস্তুত খাগড়াছড়ির হোটেল ও রিসোর্টগুলো।

পর্যটনের রানি খ্যাত বান্দরবান ও রাঙামাটির পরে পর্যটনের তীর্থভূমিতে পরিণত হয়েছে খাগড়াছড়ি। ঈদ মৌসুমে আলুটিলার রহস্যময় সুরঙ্গ, রিছাং ঝরনা, তৈদুছড়া ঝরনা, হেরিটেজ পার্ক, হর্টিকালচার সেন্টারসহ মনোমুগ্ধকর পর্যটনকেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠবে হাজার হাজার পর্যটকে। পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ছুটি উপভোগ করতে খাগড়াছড়ির অরণ্যঘেরা সবুজ প্রকৃতির টানে পর্যটকরা ছুটবে পাহাড়ের পথে। এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

এরই মধ্যে খাগড়াছড়ির হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে বুকিং শুরু হয়ে গেছে। পর্যটকদের কথা মাথায় রেখে কেন্দ্রগুলো নতুন করে সাজানো হচ্ছে। পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপদে ভ্রমণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে ট্যুরিস্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, রমজানে খাগড়াছড়িতে পর্যটকদের তেমন সমাগম ঘটেনি। আশা করছি, ঈদের ছুটিতে বেশ ভালো একটা পর্যটক সমাগম হবে এবং মাহে রমজানের খরা কাটিয়ে আমরাও ভালো ব্যবসা করতে পারব। পর্যটকদের বরণ করে নিতে আমরা বরাবরের মতো প্রস্তুত আছি।

খাগড়াছড়ির হোটেল গ্রিন ভ্যালির স্বত্বাধিকারী মো. আবু বক্কর বলেন, রোজার মাসে আমাদের তেমন একটা ব্যবসা হয়নি। এবার ঈদে লম্বা ছুটিতে সারা দেশ থেকে পর্যটকরা খাগড়াছড়ি ছুটবে। অন্যান্য বছরের তুলনায় এ বছর আশানুরূপ পর্যটক হবে। ঈদের পর দিন থেকে আমাদের টানা বুকিং রয়েছে। এ বছরের ছুটিতে বেশ লম্বা সময় ধরে পর্যটকরা খাগড়াছড়ি মুখর করে রাখবেন জানিয়ে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, এবার ঈদে আমরা ভালো ব্যবসা করার আশা করছি।

পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক কমল। খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে আলাপকালে তিনি বলেন, আশা করি পর্যটকরা পরিবারপরিজন নিয়ে নিজেদের মতো করে ঘুরে বেড়াতে পারবে। তারা খাগড়াছড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবে।

এবারের ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটকের খাগড়াছড়ি ভ্রমণের আশা প্রকাশ করে খাগড়াছড়ি পর্যটন মোটেলের দায়িত্বপ্রাপ্ত ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার সেন্টারসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করছি পর্যটকরা খাগড়াছড়ি ভ্রমণে আনন্দ খুঁজে পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ

স্বামীর কবর দেখতে গিয়ে ‘মারধরের’ শিকার জুলাই শহীদের স্ত্রী

বিএনপি কারো কাছে মাথা নত করেনি, করবে না : এ্যানী

ঈদে মামা বাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ঈদ মিছিল নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ

প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

১০

৩২ শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের ঈদ উদযাপন

১১

চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা প্রকৌশলী হাবিবের

১২

৩ যুগ ইমামতি শেষে রাজকীয় বিদায়

১৩

আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

১৪

রুনা লায়লাকে নিয়ে ড. ইউনূসের সঙ্গে যে কথা হয়েছিল শাহবাজ শরিফের

১৫

চায়ের দেশ শ্রীমঙ্গল পর্যটকদের পদচারনায় মুখরিত

১৬

সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া ফ্যাসিবাদের অংশ : সারোয়ার তুষার 

১৭

আজ থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

১৮

ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম / ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামায়াত’

১৯

কেউ আ.লীগকে পুনর্বাসিত করতে পাববে না : হান্নান মাসউদ

২০
X