বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
সৈকত দাশ, বান্দরবান
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বান্দরবানে একদিকে আশার আলো, অন্যদিকে হতাশা

বান্দরবানে একদিকে আশার আলো, অন্যদিকে হতাশা

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য জেলা বান্দরবানে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণা। প্রকৃতির অপার এ সৌন্দর্য উপভোগ করতে এবারের ঈদের দীর্ঘ ছুটিতে বান্দরবানে বিপুলসংখ্যক পর্যটক আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। মেঘলা, নীলগিরি, নীলাচল ও চিম্বুকে পর্যটকের উপচে পড়া ভিড় হতে পারে এমনটাই আশা ব্যবসায়ীদের। তাদের আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে পর্যটকনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানেও সংস্কারমূলক কাজ চালানো হচ্ছে। পর্যটক বরণে ব্যবসায়ীদের নানা উদ্যোগ শুরু হয়েছে।

বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, এবার ঈদের টানা ছুটি উপলক্ষে হোটেল রিসোর্টগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে। ছুটিতে এবারে প্রচুর পর্যটক বান্দরবানে আসবে। হোটেল রিসোর্টগুলোর প্রায় ৭০ শতাংশই এরই মধ্যে বুকিং হয়ে গেছে।

তিনি বলেন, হোটেলগুলোতে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির স্বীকার না হয়, সে বিষয়ও সবাইকে বলা হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, পাহাড়ের সাম্প্রতিক কিছু ঘটনার কারণে অনেক পর্যটনস্পট বন্ধ ছিল। এখন ৯০ শতাংশ স্পট খোলা আছে। বান্দরবান সদরে ৭০টি হোটেল আছে। এর ধারণক্ষমতা ছয় হাজারেরও বেশি।

বান্দরবান রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর জানান, ঈদে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে আমরা কয়েকটি সভা করেছি। প্রত্যেককে বলা হয়েছে, রেস্তোরাঁ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে। আর পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহার করতে।

তিনি বলেন, গত মাসে পর্যটক টানতে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছিলাম। তবে এবার ঈদে কোনো ছাড়ের ব্যবস্থা করা যায় কি না সেজন্য সভা ডেকে আলোচনা করব।

হোটেল হিল ভিউর ফ্রন্ট ডেস্ক ম্যানেজার তৌহিদ পারভেজ বলেন, আমাদের ৮৫টি কক্ষ রয়েছে। তিনশ জন একদিনে থাকতে পারবেন। এরই মধ্যে ৬০-৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। তবে হোটেলে ২ ও ৪ এপ্রিল পর্যটকের চাপ কম থাকলেও তিন এপ্রিল পর্যটকের চাপ বেশি।

তিনি আরও বলেন, পাহাড়ের সহিংসতা ঘটনার কারণে বিভিন্ন সময়ে পর্যটনকেন্দ্র বন্ধ ছিল। খুলে দেওয়ার পরে আবারও বান্দরবানমুখী হচ্ছেন পর্যটকরা। আশা করছি, ধীরে ধীরে আমরা ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

এদিকে মাইক্রোবাস, জিপ, কার মালিক সমিতির সভাপতি মো. নাছির বলেন, এবারের ঈদের লম্বা ছুটিতে রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটতে পারে—এমনটা আশা। চালকরা যাতে অতিরিক্ত ভাড়া না নেন, সে বিষয়টি আমরা তদারকিতে রেখেছি। পর্যটকদের সুন্দরভাবে পর্যটনস্পটগুলো ঘুরে দেখাতে আমাদের ৪০০-এর বেশি গাড়ি পর্যটকদের সেবা দিতে প্রস্তুত।

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, পর্যটকরা এখানে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবেন। তাদের নিরাপত্তায় পর্যটনকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে কেএনএফ সহিংসতার ঘটনায় বান্দরবানের অন্য দুটি উপজেলা রুমা ও থানচির পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে, যে কারণে ওই দুটি উপজেলার পর্যটন ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

রুমা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, কেএনএফের কারণে ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন নিষেধাজ্ঞা এসেছে। পর্যটক আগমনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এখানে সব বোর্ডিং বন্ধ। এই এলাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। তবে সর্বসাধারণের কথা চিন্তা করে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এ উপজেলা ফের প্রাণচাঞ্চল্য হয়ে উঠত।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, রুমার অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর দুই থেকে আড়াই লাখ পর্যটক এখানে ভ্রমণ করতেন। এখন নিষেধাজ্ঞার কারণে পর্যটক আসতে পারছে না। তবে এখন কী ধরনের ঝুঁকি আছে, খুলে দিলে পর্যটকের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু প্রস্তাবনাও দিয়েছি। আশা করছি রুমা ও থানচির পর্যটনকেন্দ্রগুলো দ্রুততম সময়ে খুলে দেওয়া হবে।

ব্যবসায়ীরা জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। টানা ছুটি কেন্দ্র করে সবাই বান্দরবান পার্বত্য জেলা ভ্রমণে হুমড়ি খেয়ে পড়ছেন। রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটতে পারে এমনটাই আশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

ইরান নিয়ে উত্তেজনা / মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম

ঢাকায় ফেরা ‍শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ

মার্কিন-রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ

১০

গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি

১১

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

০২ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৩

০২ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

তারেক রহমানের উপহার পেলেন শহীদ আইয়ুবের পরিবার

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ

১৬

স্বামীর কবর দেখতে গিয়ে ‘মারধরের’ শিকার জুলাই শহীদের স্ত্রী

১৭

বিএনপি কারও কাছে মাথা নত করেনি, করবে না : এ্যানি

১৮

ঈদে মামা বাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

১৯

‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না’

২০
X