কিডনি অকেজো বেনেগালের

তারাবেলা ডেস্ক
কিডনি অকেজো বেনেগালের

কিডনি জটিলতায় ভুগছেন ভারতীয় নির্মাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’র পরিচালক শ্যাম বেনেগাল। পদ্মভূষণজয়ী কিংবদন্তি এ নির্দেশকের দুটি কিডনিই অকেজো। অসুস্থতার জেরে বাড়িতেই চলছে ডায়ালাইসিস। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কয়েক মাস ধরেই ৮৮ বছর বয়সী এ পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। বার্ধক্যজনিত নানান সমস্যা তো ছিলই, তবে কিডনি অকেজো হয়ে পড়ায় গত কয়েকদিনে শ্যাম বেনেগালের পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। বাড়ির ভেতরেই তার অফিস থাকলেও, সেখানেও যেতে পারেননি তিনি। বিছানাতেই কাটাতে হচ্ছে দিন। এদিকে বয়স বাড়লেও ফিল্মমেকিং নিয়ে শ্যাম বেনেগালের ভালোবাসায় ছেদ পড়েনি। অসুস্থতার মধ্যেও ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ নিয়ে নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি।

ছবির শুটিং পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। তরুণী শেখ হাসিনা হিসেবে দেখা মিলবে নুসরাত ফারিয়ার। মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি।

বর্তমানে ‘ফেডেরেশন অব ফিল্মস সোসাইটিস অব ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ তার। প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। পাঁচ বছর জাতীয় পুরস্কার পেয়েছেন এ নির্মাতা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com