
এবার টানা ৬০ সেকেন্ড কপিরাইট করা গান বা সুর ব্যবহার করা যাবে ইউটিউব শর্টসে। এর আগে এ সুযোগ ছিল সর্বোচ্চ ১৫ সেকেন্ডের জন্য। তবে চাইলেই যে কোনো শিল্পীর কপিরাইট করা গান ব্যবহার করা যাবে না।
ইউটিউবের সঙ্গে চুক্তি করা থাকলেই তা ব্যবহার করা যাবে। এ জন্য শিল্পীদের সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে ইউটিউবকে। আইফোন ও অ্যান্ড্রয়েডে এ সুবিধা চালু হবে তাড়াতাড়ি। আর পর্যায়ক্রমে সব দেশের ইউটিউবাররাই এ সুবিধা ব্যবহার করতে পারবেন।