তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১০:১২ এএম
প্রিন্ট সংস্করণ

এবার ঊনলৌকিক ২

এবার ঊনলৌকিক ২

ওটিটি প্ল্যাটফর্ম চরকির আলোচিত অ্যান্থলজি সিরিজ ‘ঊনলৌকিক’। ২০২১ সালে ‘মরিবার হলো তার স্বাদ’, ‘দ্বিখণ্ডিত’, ‘হ্যালো লেডিস’, ‘মিস প্রহেলিকা’ ও ‘ডোন্ট রাইট মি’ শিরোনামে পাঁচটি ভিন্ন গল্পে মুক্তি পেয়েছিল এটি। যেখানে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, রাফিয়াথ রশীদ মিথিলা, মোস্তফা মনোয়ার প্রমুখ। জানা গেল, এবার আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘ঊনলৌকিক ২’। প্রথম কিস্তির মতো এবারও কথাসাহিত্যক শিবব্রত বর্মনের গল্পে নির্মিত হবে এটি। পরিচালকও একই, নির্মাতা রবিউল আলম রবি।

জানা গেছে, শুধু এ সিরিজই নয়; ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে আসতে চলেছে আরও ১১টি নতুন কনটেন্ট। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও মীর মোকাররম হোসেন। স্বাগত বক্তব্যে তিনি এ উদ্যোগের লক্ষ্যের কথা তুলে ধরেন। বলেন, ‘ভারসাম্য বজায় রাখার জন্য পরিচালক, লেখক, প্রযোজক, অভিনয়শিল্পী ও প্রযুক্তিবিদদের পাশাপাশি আমরা বিভিন্ন ব্র্যান্ড, সংস্থা, প্রযোজনা সংস্থা, পরিবেশক, প্রদর্শক, সম্প্রচারক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে একত্র করে একটি সুদূরপ্রসারী চিন্তা নিয়ে এগোচ্ছি।’

২০২০ সালে মোকাররম হোসেন তার সহযোগী হিসেবে চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান অনিম, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী ও রেহমান সোবহান সনেটের সঙ্গে সম্মিলিতভাবে এই উদ্যোগ নেন। যাত্রা শুরু করে ফিল্ম সিন্ডিকেট। ওয়েব প্ল্যাটফর্মে এ প্রতিষ্ঠানের কাজের মধ্যে ‘কারাগার’, ‘কাইজার’, ‘ঊনলৌকিক’ ও ‘তাকদীর’ ব্যাপক প্রশংসিত।

এবার যে ১২টি কনটেন্ট আসতে চলেছে সেগুলো সম্পর্কেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। জানা গেছে, নির্মাতা তানিম নূর পরিচালনা করবেন ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘লোহানি’ ও রহস্যধর্মী সিরিজ ‘পেন্ডুলাম’।

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী পরিচালনা করবেন ফিচার ফিল্ম ‘বাইপাস’ ও রহস্যধর্মী সিরিজ ‘গুলমোহর’। নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বানাবেন সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ ‘ডেল্টা ২০৫১’। থাকছেন ‘জাগো বাহে’র নির্মাতা সালেহ সোবহান অনিমও। তিনি পরিচালনা করবেন ‘খোঁয়ারি’ ও ‘পুলসিরাত’ নামে দুটি ফিচার ফিল্ম।

রহস্যধর্মী সায়েন্স ফিকশন থ্রিলার ‘অদানব’ পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ। আর নির্মাতা রবিউল আলম রবি নিয়ে আসেছেন ‘ঊনলৌকিক ২’।

এদিকে নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার যৌথভাবে পরিচালনা করবেন রহস্যধর্মী থ্রিলার ‘দ্বৈত’। ওয়েব প্ল্যাটফর্মে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম কাজ। অন্যদিকে, নবীন নির্মাতা হিসেবে ওয়েব ফিল্ম ‘হেল ব্রোক লুজ’ দিয়ে ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে রাজিব রাফির।

কমেডিধর্মী গল্পে ‘ ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস ’ নিয়ে ওয়েব দুনিয়ায় অভিষেক করছেন নির্মাতা রিয়াদ আরফিন। প্রসঙ্গত, ফিল্ম সিন্ডিকেট এই নির্মাতাদের নিয়ে এর আগে দর্শকদের বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও ফিচার ফিল্ম উপহার দিয়েছেন। এর মধ্যে ‘পায়ের তলায় মাটি নেই’, ‘ফিরে এসো বেহুলা’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘লাইট, ক্যামেরা... অবজেকশন’ উল্লেখযোগ্য। যেগুলো ‘বুসান’, ‘মস্কো’, ‘এশিয়ান ডক ল্যাব’র মতো বিশ্বের বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলটেবিল বৈঠকে বক্তারা / প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন নয়

সুখবর দিল আবহাওয়া অফিস 

গাজায় অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে

জাতির পিতার সমাধিতে বিএসএমএমইউয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা

জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিল্ড ট্রাস্টি বোর্ডের অভিনন্দন

বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না : ফারুক

অস্ত্র সমর্পণে যে শর্ত দিল ফিলিস্তিনি গোষ্ঠী

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর

বাচ্চাদেরকেও পু‌ড়ি‌য়ে মাড়তে চাচ্ছে সরকার: রিজভী

তীব্র তাপমাত্রার দায় এড়াতে পারে না সরকার : সাইফুল হক

১০

মুক্তিযোদ্ধাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার সত্যতা পায়নি তদন্ত কমিটি 

১১

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক : টিআইবি

১২

গাজীপুরে নয়, ঢাকা আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার দাবি শিক্ষার্থীদের

১৩

শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব, চূড়ান্ত সিদ্ধান্ত

১৪

বিয়ে না দেওয়ায় মাকে জবাই করে হত্যা

১৫

এখনো উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তারেও অটল শিক্ষার্থীরা

১৬

বৃষ্টির জন্য কাঁদলেন ঠাকুরগাঁওয়ের মুসল্লিরা

১৭

আ.লীগ সরকারকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম 

১৮

দিলারার নতুন মিশন

১৯

ইউরোর আগে নিষিদ্ধ হওয়ার পথে স্পেন!

২০
*/ ?>
X