তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

চিন্তার জগৎ সমৃদ্ধ করে ভ্রমণ : বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের কর্মদক্ষতার প্রমাণ তিনি অনেক আগেই দিয়েছেন। কাজ করেছেন এপার বাংলা-ওপার বাংলা ও বলিউড ইন্ডাস্ট্রিতে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করতে একটুও দ্বিধা বোধ করেন না তিনি। যে কোনো চরিত্রের জন্য কঠিন পরিশ্রমই তার প্রধান শক্তি। অভিনয়ের বাইরে বাঁধন পছন্দ করেন ভ্রমণ। পৃথিবী ভ্রমণে তার সঙ্গী সবসময়ই মেয়ে মিশেল আমানি। বর্তমানে তিনি আছেন ঐতিহাসিক ও আধুনিক দেশ তুরস্কে। সেখান থেকেই মোবাইল ফোনে কালবেলার সঙ্গে আলাপ হয় তার।

এবারের কথোপকথনে তিনি কোনো কর্মব্যস্ততার কথা বলেননি। শুধু ভ্রমণ নিয়েই ছিল আলোচনা। কারণ কাজ থেকে ছুটি নিয়েই তিনি সেখানে গেছেন ঘুরতে। জানালেন, দেশে এসে হবে কাজের কথা। বাঁধন বলেন, ‘ভ্রমণ সবসময়ই আমার কাছে আনন্দের। এর কারণও রয়েছে। আমি মনে করি সময় পেলেই প্রত্যেক মানুষের ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়া উচিত। সেটি দেশের বাইরে হোক অথবা দেশের ভেতরে। কারণ ভ্রমণ মানুষের চিন্তা চর্চা ও বিকাশকে আরও সমৃদ্ধ করে। নতুন নতুন স্থান সম্পর্কে ধারণা বৃদ্ধি করে। আমি মনে করি ভ্রমণ মানুষের জীবনের একটি অংশ হওয়া উচিত। আমি আগে খুব একটা ট্র্যাভেল করতাম না। তবে যখন বুঝতে পারলাম এর উপকারিতা, তখন থেকেই আমি সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে পড়ি। প্রতিটি ট্যুরেই সঙ্গে আমার মেয়ে থাকে।’

বাঁধন ও তার মেয়ে দুজনই যে সময়টি বেশ ভালোভাবে উপভোগ করছেন তার প্রমাণ অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গেলেই মেলে। এরই মধ্যে তুরস্কের বেশকিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন তারা। জেনেছেন সেখানকার কালচার সম্পর্কে। নিচ্ছেন সেখানকার খাবারের স্বাদও।

মেয়ের সঙ্গে পৃথিবী ভ্রমণ নিয়ে বাঁধন আরও বলেন, ‘আমি আগে একেবারেই ভ্রমণ করতাম না। তবে মেয়ের জন্মের পর থেকে ওকে নিয়েই আমি ঘুরতে যাই। শুধু শুটিংয়ের জন্য একা যাই। আমি মনে করি এখন থেকেই ওর ভ্রমণের প্রতি ভালোবাসা তৈরি হোক। তাই চেষ্টা করি নতুন নতুন স্থানে গিয়ে জায়গাগুলোর ইতিহাস জানার।’

বাঁধন ইন্ডাস্ট্রির একজন পরিণত অভিনেত্রী। তার নতুন প্রতিটি কাজেই রয়েছে ভিন্নতা। যেগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর জন্য এখন তাকে বেছে বেছে গল্প নির্বাচন করে কাজ করতে দেখা যায়। ২০২৩ সালে এই অভিনেত্রীর বলিউডে ও নেটফ্লিক্সে অভিষেক হয়। ‘খুফিয়া’ শিরোনামের এই ওয়েব ফিল্মে বাঁধন ‘হেনা রহমান’ চরিত্রে অভিনয় করেন, যার গোয়েন্দা নাম ‘অক্টোপাস’। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশাল ভরদ্বাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

‘শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন’

ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫

অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মঈন খানের

ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনায় মায়ামি

১০

‘একটা মূর্তি বানাতে হাজার কোটি টাকা অপচয় হয়েছে’

১১

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত

১২

কদমতলীতে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

১৩

কায়কোবাদ-তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি সনাতন ধর্মাবলম্বীদের

১৪

পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

১৫

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা, বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি

১৬

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়

১৭

৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় : জ্বালানি উপদেষ্টা

১৮

ভয়েস অব আমেরিকার জরিপ / এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ

১৯

সুমনের হ্যাটট্রিকে রাজশাহীর লজ্জার রেকর্ড

২০
X