বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত বছর একটি ভিডিও প্রকাশের মাধ্যমে নতুন সিনেমার খবর দিয়েছিলেন তিনি। জানিয়ে ছিলেন আরও একবার করণ জোহরের প্রোডাকশনে কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘জিগরা’। এর জন্য তাকে বেশ পরিশ্রমও করতে হচ্ছে। অবশেষে সিনেমাটির মুক্তির তারিখ জানা গেল। খবর : দ্য হিন্দু
‘জিগরা’ সিনেমার গল্পের অনেকটা জুড়েই বাস্কেটবল খেলা রয়েছে। যার জন্য আলিয়াকে বাস্কেটবল খেলাও শিখতে হয়েছে। তবে এটি পুরো দমে একটি অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে, যা আগেই নিশ্চিত করেছিলেন এর নির্মাতা ভাসান বালা। ‘জিগরা’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ১১ অক্টোবর। বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করে সবাইকে নিশ্চিত করেন আলিয়া। এর আগে সিনেমার টিজার, ট্রেলার ও গান প্রকাশ করার কথা রয়েছে। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও আলিয়াকে দেখা যাবে। এরই মধ্যে সিঙ্গাপুর ও ইউরোপের বিভিন্ন দেশে শুটিং হয়েছে সিনেমার। সিনেমায় ‘দ্য আর্চিস’ অভিনেতা বেদাং রায়নাকেও অভিনয় করতে দেখা যাবে। তিনি আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন।
এই সিনেমা ছাড়াও আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার এবং যশ রাজ ফিল্মসের নতুন আরেকটি সিনেমা।