একটা সময় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে টক্কর দিয়ে মুক্তি পেত বাপ্পি চৌধুরীর সিনেমা। অথচ ‘নায়ক’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’-এর পর আর সেভাবে আলোচনায় আসতে পারেননি বাপ্পি। মাহি, পরীমণি, মিম, ববি, অধরা খানসহ অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে সিনেমা উপহার দিয়েছেন এই নায়ক।
অল্প সময়ে নিজের একটা বড় ফ্যানবেজ তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই হারিয়ে যেতে বসেছেন এই নায়ক। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত জয় বাংলা, শত্রু সিনেমা দুটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। এরপর খুঁজে পাওয়া যাচ্ছে না বাপ্পিকে। অপার সম্ভাবনা থাকলেও কোথায় যেন খেই হারিয়ে ফেলেছেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির আগে শাকিব খানের ক্যারিয়ার শেষ বুঝি এমন গুঞ্জন চাউর হয়েছিল। তবে শাকিব ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন। হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা। কিন্তু বাপ্পির ক্ষেত্রে ঘটেছে উল্টো। তাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। নতুন কাজের খবর নেই।
সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সহ-সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়ে বিপুল ভোটে হয়েছেন পরাজিত। মূলত একজন তারকার পরিচয় তার কাজ দিয়ে। বাপ্পি আবারও ভালো মানের সিনেমার মাধ্যমে নিজের অবস্থান ফিরে পাবেন—এ প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। আদৌ তিনি ঘুরে দাঁড়াতে পারেন কি না, তা সময়ই বলে দেবে।