ফ্রান্সের কান সৈকতে ১৪ মে পর্দা ওঠে ৭৭তম আসরের। ১২ দিনব্যাপী চলতে থাকা এই উৎসবের পর্দা নামছে আজ। বরাবরের মতো এবারও কানের লালগালিচায় আলো ছড়ায় হলিউড-বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকা।
এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নেয় ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হন সিনেপ্রেমীরা। এবার ৩০ বছর পর স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পায় ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’।
এবারের উৎসবে আসেন দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হয়েছিলেন। অতিথির তালিকায় ছিলেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্সখ্যাত জর্জ লুকাসসহ আরও তারকা।
২০১৫ সাল থেকে কান উৎসবে দেওয়া হচ্ছে সম্মানসূচক স্বর্ণপাম। মেরিল স্ট্রিপ ছাড়াও কিংবদন্তি আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ লুকাসের হাতে উৎসবের সমাপনী আয়োজনে তুলে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম।