বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩২
মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

এখন আর হাতে মেহেদি দেওয়া হয় না

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও ভালোবাসা রয়েছে তার। তবে অভিনয়কে নিয়েছেন পেশা হিসেবে। আসছে ঈদে তার ২০টির ওপরে নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো দেশের বাইরে পরিবার নিয়ে যাবেন ঈদ করতে। নিজের বর্তমান ব্যস্ততা ও ছোটবেলার রোজার ঈদের স্মৃতি নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার— মহিউদ্দীন মাহি

রোজার প্রথম অর্ধ শেষের দিকে। কাজের ব্যস্ততা কেমন?

এখনতো প্রতিদিনই শুটিং থাকে। আজকেও আমি শুটিং করছি। জোভান ভাইয়ের সঙ্গে ঈদের নাটকের কাজ করছি। এ ছাড়া অনেক কাজের শুটিং রোজার আগেই সম্পন্ন করেছি। সবার দোয়া ও ভালোবাসায় কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো।

এই ঈদে আপনার কয়টি নাটক প্রচার হবে?

আমি ধারণা করছি ২০টির ওপরে নাটক আসবে। তবে সংখ্যা আরও বাড়তেও পারে।

আপনার ও অভিনেতা নিলয় জুটি বেঁধে অনেক নাটক করেছেন। এবার ঈদে কি অন্য কারও সঙ্গে আপনাকে জুটি হতে দেখবে দর্শক?

আমার আর নিলয় ভাইয়ের জুটি দর্শক পছন্দ করে। তাই প্রযোজক পরিচালক আমাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। তবে আমার কাজ অভিনয় করা। গল্প, নির্মাতাসহ সবকিছু পছন্দ হলে আমি সবার সঙ্গেই জুটি বেঁধে কাজ করি। এবার ঈদে অনেকের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছি। এ ছাড়া বিগত দিনে মোশাররফ ভাই, অপূর্ব ভাইয়ের সঙ্গেও কাজ করেছি।

এখন তো ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ হচ্ছে। আপনাকে শুধু নাটকেই দেখা যাচ্ছে। এই প্ল্যাটফর্মে কাজের প্রস্তাব আসছে না, নাকি আপনি করছেন না?

সত্যি কথা বলতে—ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রস্তাব আগে আসত। এখন আর সেভাবে আসে না। এখন যারা ওটিটিতে কাজ করছে, তারা শুধু সেখানেই কাজ করছে। আর যারা নাটক করছে তারা শুধু নাটকই করছে। এ ছাড়া অনেকেই মনে করেন হিমি নাটক করছে ও মনে হয় ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম করবে না। তবে আমি একজন অভিনেত্রী। ভালো গল্প পেলে সব প্ল্যাটফর্মেই কাজ করব।

সামনে ঈদ, ছোটবেলার ঈদের কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়ে?

ছোটবেলার অনেক কিছুই এখন মনে পড়ে। তবে এখন সবচেয়ে বেশি যেই স্মৃতিটি মনে পড়ে সেটি হলো হাতে এখন আর মেহেদি দেওয়া হয় না, যা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। তবে না দেওয়ার কারণ হচ্ছে—দেখা গেল ঈদের পরই নতুন কোনো কাজের শুট থাকে মেহেদির জন্য কাজটি করা হয় না। এ ছাড়া এখন সালামি নেওয়ার চেয়ে দিতে হয় বেশি। তবে সবকিছুই উপভোগ করছি।

ঈদ কোথায় করবেন?

প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ করার পরিকল্পনা রয়েছে। আমার ভাই কানাডায় থাকে, ইচ্ছে আছে পরিবারসহ সেখানেই এবার ঈদ করার। সবকিছু ঠিক হলে ঈদের এক-দুদিন আগেই কানাডার উদ্দেশে রওনা দেব।

দর্শকদের জন্য কিছু বলবেন?

আমি আমার দর্শকদের একটি কথাই বলতে চাই। দেশের কনটেন্ট দেখুন। সবাই অনেক কষ্ট করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কাজগুলো করে। তাদের কাজের পাশে থাকুন।

ছোট পর্দায় তো অনেকদিন। বড় পর্দায় কবে দেখতে পাব?

বড় পর্দায় অভিনয়ের অপেক্ষায় আমি নিজেও রয়েছি। এরই মধ্যে সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলাম। তবে আমি চাই সিনেমায় কাজের অভিজ্ঞতাটি সিনেমার মতোই হোক। নাটকের মতো গল্প দিয়ে কেউ সিনেমা নির্মাণ করলে সেসব গল্পে অভিনয় করতে চাই না। তাই একটু অপেক্ষা করছি সিনেমার মতো গল্প হলেই বড় পর্দায় আমাকে দেখবে দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড়যুগের কারাজীবনের অবসান / লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্নপূরণ করল নভোএয়ার

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

যুবদলে হাইব্রিড ও দুর্বৃত্তদের স্থান নেই : শরীফ উদ্দিন জুয়েল

ঢাবি শিক্ষার্থীদের স্মার্টকার্ড সমস্যা সমাধানে উপাচার্যকে স্মারকলিপি 

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই দিল জনতা

প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি 

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

যশোরে খেজুর গুড়ের মেলা শুরু

১০

এলইডি স্ক্রিনে কেন ভেসে উঠছে জয় বাংলাসহ বিভিন্ন লেখা

১১

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

১২

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শনিবার

১৩

এইচএমপিভি সংক্রমণ রোধে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের যা মানতে হবে

১৪

সেন্টমার্টিনে ভয়াবহ আগুন পুড়ল ৩ রিসোর্টের ২৬ কক্ষ, তদন্ত কমিটি গঠন

১৫

সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে : প্রিন্স

১৭

অতিথি পাখির কলরবে মুখর ‘জনেস্বর দিঘী’

১৮

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা মার্সেলের

১৯

ডাকসু নির্বাচন আয়োজনে ছাত্রদলের ৫ দাবি

২০
X