দেশের উত্তরের জেলায় এখনো শীতের প্রভাব অনুভব করতে পারছে সাধারণ মানুষ। সেই অনুভব কমিয়ে দিতে উত্তরের জেলা রংপুরে আয়োজন করা হচ্ছে উত্তরবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় কনসার্ট ‘রিদম অব নর্থল্যান্ড’ শিরোনামে। সাত ব্যান্ডের উপস্থিতিতে আগামী ২৩ ফেব্রুয়ারি রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে বিশাল এই কনসার্টের। এর আগে এত বড় আয়োজন উত্তরবঙ্গের কোনো জেলাতেই দেখা যায়নি বলে আয়োজকদের পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়।
কনসার্টটি আয়োজন করছে ম্যাভিক্স গ্লোবাল। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ফারহান ফুয়াদ উৎস কালবেলাকে বলেন, ‘এরই মধ্যে কনসার্ট উপলক্ষে রংপুরে উৎসব শুরু হয়ে গেছে। আমরা রংপুরসহ উত্তরের বিভিন্ন জেলা থেকে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি ১০ হাজার দর্শক কনসার্টে উপস্থিতি করতে পারব। এরই মধ্যে সাত হাজারের মতো টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। সামনে আরও একটি দিন বাকি আছে। এর মধ্যেই ১০ হাজার টিকিট বিক্রি হয়ে যাবে বলে আমরা আশাবাদী।’ এ সময় উত্তরবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় কনসার্ট ‘রিদম অব নর্থল্যান্ড’-সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গে এর আগে অসংখ্য কনসার্ট হয়েছে। তবে এক সঙ্গে দেশের সেরা চারটি ব্যান্ড কখনো পারফর্ম করেনি বলে আমরা নিশ্চিত হয়েছি। সেই নিশ্চয়তা থেকেই আমরা উত্তরবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় কনসার্টের ঘোষণা দিয়েছি। আশা করছি সবার সহযোগিতায় আয়োজনটি সফল হবে।’
কনসার্টে অংশ নিতে ২৩ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা দেবে ব্যান্ড দলগুলো। এমন একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বাসিত ব্যান্ড নেমেসিস। দলটির মুখপাত্র রাজু কালবেলাকে বলেন, “শহরে বাইরে এমন আয়োজন সবসময়ই আমাদের উজ্জীবিত করে। আমরা চাই আমাদের দর্শকদের আরও কাছে পৌঁছাতে। তাদের সঙ্গে গলা মিলিয়ে নিজেদের গান পরিবেশন করতে। তেমনই একটি আয়োজন হতে যাচ্ছে ‘রিদম অব নর্থল্যান্ড’ কনসার্ট। আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”
কনসার্টের পেমেন্ট পার্টনার মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। তাদের পেমেন্ট সেবার মাধ্যেমে দুই ক্যাটাগরি ফ্রন্টলাইনার ৬০০ টাকা ও জেনারেল ৪০০ টাকা মূল্যে টিকিট বিক্রি চলছে।
কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে চার ব্যান্ড। এরা হলো ওয়ারফেজ, চিরকুট, নেমেসিস ও অ্যাভোয়েড রাফা। এ ছাড়া আরও পারফর্ম করবে লিমোনেড, ব্লুজিন্স ও ফ্যান্টাসি রিয়েল্ম।