যে কারণে একা মিমি

যে কারণে একা মিমি

টলি ইন্ডাস্ট্রির এলিট ব্যাচেলর হিসেবে সুনাম আছে অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর। একে একে বিয়ে করে সংসার করছেন অনেকেই। তবে মিমির কোনো ‘রা’ নেই। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল তার। কিন্তু তারপর আর কারও সঙ্গেই প্রেমের সম্পর্ক রয়েছে তার এ কথা শোনা যায়নি। এবার নিজের সিঙ্গেল (একা) থাকার কারণ ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সম্পর্কে জড়াতে গেলে বাইরে বেরোতে হয়, মানুষের সঙ্গে অনেক কথা বলতে হয়, যেটা আমার একদম পছন্দ নয়। তাই আমার পক্ষে প্রেম করা সম্ভব নয়।’

ইনস্টাগ্রামে দেওয়া সেই ভিডিওতে মিমি এভাবেই বিষয়টি তুলে ধরেন। কমেন্ট বক্সে পাওয়া গেল অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে। তিনিও জানালেন, তারও একই অবস্থা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com