চড়কাণ্ডে উপস্থাপক জিমির প্রস্তুতি

জিমি কিমেল
জিমি কিমেলEddy Chen

সব প্রস্তুতি সম্পন্ন; হলিউডের ডলবি থিয়েটারে আজ তারার মেলা। উপলক্ষটা ৯৫তম একাডেমি তথা অস্কার অ্যাওয়ার্ড। এবারের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে জনপ্রিয় টেলিভিশন তারকা জিমি কিমেল। অস্কার মঞ্চে এ নিয়ে তৃতীয়বারের মতো হাজির তিনি। এর আগে ২০১৭ ও ’১৮ সালের একাডেমি অ্যাওয়ার্ডে সঞ্চালকের আসনে ছিলেন কিমেল।

৯৪তম অস্কার অ্যাওয়ার্ডের বিতর্কিত ঘটনা উইল স্মিথের চড়কাণ্ড। এবারও যদি এমন কিছু ঘটে যায় তবে কী করবেন উপস্থাপক? জানা গেছে, ওই কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছেন জিমি কিমেল। দ্য হলিউড রিপোর্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন উপস্থাপক। মজারছলে তিনি বলেন, ‘যদি কেউ মঞ্চে উঠে আমাকে চড় মেরে বসেন, তখন তাকে একঝলকে পরীক্ষা করে নেব—যদি তার চেয়ে আমি বড় হই তবে টেলিভিশনের পর্দাতেই তাকে মেরে পালাব।’

মূলত গত অস্কার অ্যাওয়ার্ডে অভিনেতা উইল স্মিথের চড়কাণ্ডে এবার নড়েচড়ে বসেছে আয়োজক কমিটি। যে কারণে কিমেলের মতো অভিজ্ঞ একজন উপস্থাপককে বেছে নিয়েছে তারা। একাডেমি অব মোশন পিকচার্সের সিইও বিল ক্র্যামার বলেন, ‘টেলিভিশন লাইভে দর্শকদের কীভাবে পরিচালনা করতে হয়, সেটা জানেন এমন একজন সঞ্চালক থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

উপস্থাপনায় আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, এমিলি ব্লান্ট, ডোয়াইন জনসন, সালমা হায়েকের মতো তারকাদের। উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ ভোর ৬টায় (যুক্তরাষ্ট্র সময় ১২ মার্চ, সন্ধ্যা ৮টা) অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের এ ঝমকালো আসর। পরিচালনা, অভিনয়, সংগীতসহ ২৩টি বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন। ভারতের দর্শকরা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com