এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। মো. জামাল হোসেনের লেখা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘দিল দিওয়ানা’। গানের কথা এমন—‘তোমার সাথে আড়ি দিতে লাগে বড় ভালো, অভিমানে মুখটা তোমার হয়রে যদি কালো, ভালোবেসে সেই মুখেতে ঢালবো জোছনা, বন্ধু দিল দিওয়ানা, এই বুকেতে ঝড় তোলনা’।
গানটির সুর-সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটির বর্ণাঢ্য আয়োজনের মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। এই মিউজিক ভিডিওতে সালমা আছেন। গানটি প্রসঙ্গ তিনি বলেন, ‘শ্রদ্ধেয় জামাল ভাইয়ের লেখা আনাড়ি কারিগর গানটি আমার প্রিয় একটি গান। এটি মন ছুঁয়ে যাওয়ার মতোই গান ছিল একটি। তবে এবার যে গানটি তিনি আমাকে উপহার দিয়েছেন, এটি আমার স্টেজ শোর জন্য পারফেক্ট একটি গান। গানটির কথা, সুর-সংগীত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির চমৎকার মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাই। ভীষণ যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এখন গানের প্রসারে বড় ভূমিকা রাখে। দিল দিওয়ানার কথা সুর-সংগীত এবং মিউজিক ভিডিও সব মিলিয়েই আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।’ গানটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
এদিকে সালমা জানান, আগামী ১ মে শ্রমিক দিবসের দিন টঙ্গী এবং ১৬ মে নারায়ণগেঞ্জর অ্যাডভেঞ্চার ল্যান্ডে স্টেজ শোতে গান গাইবেন তিনি। এ ছাড়া আরও বেশ কিছু নতুন নতুন মৌলিক গানের কাজ করছেন, যা আগামী ঈদে প্রকাশ পাবে।
মন্তব্য করুন