দেশের জনপ্রিয় রক ব্যান্ড নগর বাউল। এই দলের প্রধান মাহফুজ আনাম জেমস। দলবল নিয়ে তিনি এবার কাতার মাতাতে যাচ্ছেন। দ্য রয়েল আকসা রেস্টুরেন্টের আয়োজনে এশিয়ান মেগা কনসার্টে গান পরিবেশন করবেন তারা। আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ মাসের ৩০ তারিখ এশিয়ান টাউন এমপিথ্রিয়েটার অনুষ্ঠিত হবে।
জেমস ছাড়াও সেখানে পারফর্ম করবেন বেইলি আফরোজ, রিপা, চিত্রনায়িকা ববি, বিদ্যা সিনহা মিম, নাট্যাভিনেতা এজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খান অ্যান্ড গ্রুপ এবং উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপিকা আরশিয়া আলম। অনুষ্ঠানের প্রবেশ মূল্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, কনসার্টটি নিয়ে আয়োজকদের সঙ্গে শুধু মৌখিক কথা হয়েছে, এখনো নিশ্চিত হয়নি।
মন্তব্য করুন