ঈদের ছুটি শেষে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনত্রেী কেয়া পায়েল। এবারের ঈদে তার ২০টির মতো নাটক প্রকাশিত হয়েছে। বৈশাখেও তার অভিনীত নাটক প্রকাশিত হবে। তার আগে আজ ইউটিউব চ্যানেল টিওটি এন্টারটেইনমেন্টে প্রকাশিত হচ্ছে নতুন আরেকটি নাটক। নাম ‘টিউবলাইট’।
এটি পরিচালনা করেছেন মেহেদি হৃদয়। নাটকে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
নাটকটি নিয়ে কেয়া জানান, এটি একটি দুষ্ট-মিষ্টি প্রেমের গল্পে নির্মিত। এ ছাড়া ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তেমনই একটি গল্পে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজটি নিয়ে বেশ আশাবাদী পায়েল।
ঈদের পর প্রকাশ পাওয়া কেয়ার এটি দ্বিতীয় নাটক। এর আগে ‘বান্টির বিয়ে’ শিরোনামে তার আরও একটি নাটক প্রকাশ পায়। যেখানেও তার বিপরীতে অভিনয় করেন জোভান। এ ছাড়া ‘বিয়ের ফুল’ শিরোনামে তার আরও একটি নাটক আছে প্রকাশের অপেক্ষায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব।
এবারের ঈদে কেয়ার প্রকাশিত নাটকের তালিকায় ছিল ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, ‘বাজি’, ‘বান্টির বিয়ে’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘প্রথম প্রথম প্রেম’, ‘বজরা’, ‘মন দিতে চাই’, ‘আপনি না তুমি’, ‘ইমার্জেন্সি’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘টিউবলাইট’, ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘মানুষ কি বলবে’, ‘স্পেস অব লাভ’, ‘আদরে রেখো’, ‘প্রিয় একজন’, ‘হ্যালো গায়েস’, ‘মোর দ্যান লাভ’ ও ‘মিস্টার অভাগা’। এ নাটকগুলোয় তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দার তারকা অভিনেতাদের। যাদের মধ্যে আছেন মোশাররফ করিম, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, জোভান ও মুশফিক আর ফারহান।
এদিকে নতুন নাটকের পাশাপাশি সামনে ঈদের জন্য ব্যস্ত হয়ে পড়বেন কেয়া। এ ছাড়া বিজ্ঞাপন ও ব্যবসা নিয়ে রয়েছে তার ব্যস্ততা।
মন্তব্য করুন