ভারতীয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্টের ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’। ২২ বছর ধরে চলছে এটি। ভারতের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই শোটি। এর প্রতিটি চরিত্রই দর্শকের কাছে সমান জনপ্রিয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় চরিত্র হলো এসিপি প্রদ্যুমন।
এবার সেই টিভি শো নিয়েই জানা গেল দুঃখের এক সংবাদ। আর সেটি হলো ‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না। বিষয়টি খুলে বললে ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকদের। ভারতীয় গণমাধ্যম বলছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শোয়ে শিগগির একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন। তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।
মন্তব্য করুন