তামজিদ হোসেন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে

আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে

ছোট থেকে বড় পর্দা, এবারের ঈদে দুই বিভাগেই ব্যস্ততা যাচ্ছে অভিনেতা আবদুন নূর সজলের। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার ‘জ্বীন-৩’ সিনেমা। যার জন্য প্রতিদিনই তাকে উপস্থিত হতে দেখা যায় সিনেপ্লেক্সগুলোতে। আছে ছোট পর্দাতেও নাটক। সবকিছু মিলিয়ে ভালোই কাটছে এ অভিনেতার ঈদ, যা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে।

লিখেছেন, তামজিদ হোসেন।

এবারের ঈদে ‘জ্বীন-৩’ ছাড়া আরও পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী?

ছয়টি সিনেমা মুক্তি নিয়ে আমার মন্তব্য আলহামদুলিল্লাহ। কারণ ঈদের পর থেকে প্রতিদিন আমি মাল্টিপ্লেক্সে আসছি। সবার সিনেমা হাউসফুল যাচ্ছে। একটি সিনেমা বাদে প্রতিটিই দর্শকের মন জয় করছে। অনেকে সিনেমা দেখতে এসে টিকিট পাচ্ছে না। এ দৃশ্যগুলো আমাকে আনন্দ দিচ্ছে। শেষ কবে বাংলা সিনেমা দেখতে এসে দর্শক টিকিট না পেয়ে এমন মন খারাপ করেছেন, তা আমার জানা নেই। সব সিনেমা মিলে এবার হলে হলে একটা সিনেমাটিক উৎসব তৈরি হয়েছে।

একসঙ্গে এত সিনেমা মুক্তির বিষয়টি আপনি কীভাবে দেখছেন...

আমি মনে করি এটি নিঃসন্দেহে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক। কারণ পর্দায় দর্শক শাকিব খান ও নিশোর পাশাপাশি একসঙ্গে সিয়াম ও মোশাররফ করিমের মতো অভিনেতাকে দেখার সুযোগ পাচ্ছে। তাদের হাতে এখন অপশন আছে একটি ভালো না লাগলে আরেকটি সিনেমা দেখার। হতাশ হয়ে সিনেমা না দেখে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে না। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে। আমি বলব এভাবে দর্শকদের সিনেমার অপশন দিতে পারলে, তাহলে তারা হলে এসে সিনেমা না দেখে বাড়ি ফিরবেন না।’

এবারের ঈদের নির্মাতাদের নিয়ে কী বলবেন...

আমি খুবই আনন্দিত ঈদের সিনেমার নির্মাতাদের নিয়ে। দর্শক ধরে রাখতে তাদের অবদান সবচেয়ে বেশি। এমন মেধাবী নির্মাতারা সিনেমার জন্য এগিয়ে এলে, সামনে যে সিনেমা হল আর কখনো ফাঁকা যাবে না তা কিন্তু এবার বোঝা গেছে।

আপনার ‘জ্বীন-৩’ সিনেমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন?

আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রতিদিনই মাল্টিপ্লেক্সে আসছি, তাদের মন্তব্য কাছ থেকে শুনছি, সবাই আমাদের সিনেমাটি নিয়ে ভালো বলছেন। এখন পর্যন্ত প্রতিদিনই হাউসফুল যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে আগের দুটি পর্বের থেকে এবারের সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ অনেক বেশি; যার ক্রেডিট সিনেমার পুরো টিমের। দর্শকের এমন ভালোবাসা সত্যিই আমাদের গর্বিত করছে।

এ সিনেমার ‘কন্যা’ গানটি নিয়ে মুক্তির আগেই দর্শকের ব্যাপক আগ্রহ ছিল। সেই আগ্রহ কি এখনো আছে?

একটি সিনেমার গান নিয়ে দর্শকের যে এমন আগ্রহ থাকতে পারে, তা আমার আগে জানা ছিল না। মাল্টিপ্লেক্সে দর্শকদের সঙ্গে দেখা হলেই তারা গানটি নিয়ে প্রশংসা করছেন এবং তাদের ভালো লাগার কথা বলছেন। আর ইউটিউবে তো প্রতিনিয়ত ‘কন্যার’ ভিউ বৃদ্ধি পাচ্ছে। এবার ‘জ্বীন-৩’ সিনেমার সবকিছুই দর্শক হৃদয় দিয়ে ভালোবাসছেন।

ঈদের পর ব্যস্ততা কী?

অভিনয়, মডেলিং, যা নিয়ে সবসময় থাকি। তবে ইচ্ছা আছে সামনে দর্শকদের জন্য বেছে বেছে আরও ভালো কিছু সিনেমা উপহার দেওয়ার। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর দর্শকদের একটা কথাই বলব, আপনারা দেশের সিনেমা ভালোবাসুন। আমরা আপনাদের জন্যই কাজ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বাধীনতা কনসার্ট’র তারিখ পরিবর্তন

ইসরায়েলি কোমল পানীয় কক্সবাজারে ৫টি রেস্টুরেন্টে ভাঙচুর

মিথ্যা ধর্ষণ মামলা করায় প্রবাসীর স্ত্রী কারাগারে

গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে যুক্তরাষ্ট্র সফরে নতুন কৌশল নেতানিয়াহুর

জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন এএসআই

রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর

মাতাল হয়ে থানায় গিয়ে হুমকি, যুবদলের দুই নেতা বহিষ্কার

ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি

আঘাত না করা কৌশলী সেই পুলিশ পেলেন রাষ্ট্রপতি পদক

ভাড়াটিয়া গৃহবধূকে ‘কবিরাজি ওষুধ’ খাইয়ে বাসার মালিকের ধর্ষণ

১০

ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা

১১

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর

১২

ফিলিস্তিন নিয়ে যেসব ভবিষ্যদ্বাণী করেছেন নবীজি

১৩

গাজায় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে পিপলস ইউনিভার্সিটির মানববন্ধন

১৪

আত্রাই নদীতে সেতু নির্মাণের দাবি চার জেলার মানুষের

১৫

সেল্টিক ফুটবল ক্লাব: যার সমর্থকরা সবসময় ফিলিস্তিনের পাশে অনড়

১৬

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন 

১৭

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক

১৮

ঢাকায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

১৯

স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড তৈরি করছে বাংলাদেশ ব্যাংক

২০
X