ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এবারের ঈদে নাটক নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। বিভিন্ন ইউটিউব চ্যানেল ও টেলিভিশনে ঈদের দিন থেকেই প্রচারিত হচ্ছে তার অভিনীত নাটক। এখন এই অভিনেত্রী আছেন ছুটির মেজাজে। আর তাই স্বামী সালমান আরাফাতকে নিয়ে নাদিয়া চলে গেলেন সিনেপ্লেক্সে। দেখলেন তার অনেক দিনের সহকর্মী আফরান নিশোর ‘দাগি’। করলেন সিনেমাটির প্রশংসাও।
নিশোর প্রশংসা করে একটি ভিডিও নাদিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। যেখানে দেখা যায় নিশো, নাদিয়া ও তার স্বামী সিনেমাটি নিয়ে নিজেদের ভালো লাগার কথা বলছেন। একসময় নাদিয়া বলেন, “আমি আর নিশো ভাই অনেক নাটকে অভিনয় করেছি। তার ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেখার পর আমি বড় পর্দায় তার অভিনয়ের ভক্ত হয়ে যাই। সেই জায়গা থেকে এবার ‘দাগি’ দেখতে এলাম। দিন দিন তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এটি তার করা এ যাবৎকালের সেরা কাজ। আমি মুগ্ধ। নিশো ভাই ও গোটা ‘দাগি’ টিমের জন্য আমার শুভকামনা।”
‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। তাদের দুজনের অভিনয়ই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।
মন্তব্য করুন